প্রথমবার শারোদোৎসবে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার ছবি— তবে শুধু বাংলা নয় ওড়িয়া, অহমীয়া এবং হিন্দি ভাষাতেও৷ বাঙালির সেরা উৎসবে নতুন ছবি দেখা আকর্ষণ একটা থাকেই৷  প্রত্যেক বছরই একগুচ্ছ ছবি রিলিজ হয় এই সময়ে৷ এবার জনপ্রিয় জুটি এই জনপ্রিয় জুটিশিবপ্রসাদ-নন্দিতার  ছবি বাজার গরম করবে, এমনই প্রত্যাশা সকলের।

উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত ‘রক্তবীজ’ নামের এই ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে সম্প্রতি৷পোস্টারের উপরের অংশে   দেখা যাচ্ছে তিরঙ্গার সামনে একদিকে বন্দুক হাতে দাঁড়িয়ে আবির, অন্যদিকে মিমি। আর মাঝে রয়েছেন ভিক্টর। ছবির নিচের দিকে মুখোশ পরা মানুষের ভিড় এবং  দুর্গার একটি মূর্তি। মাঝে লেখা ছবির নাম রক্তবীজ।

খাগড়াগড় কাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। ২০১৪ সালে ২ অক্টোবর, দুর্গাপুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছে এলাকা। তৈরি হয়েছিল ভয়ের পরিবেশ। সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ইতিবৃত্ত নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “সেই সময় এই ঘটনা নিয়ে চারিদিকে অনেক রকম থিওরি বা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এখানে কারা বোমা বানাত, কেনই বা বানাত, এদের লক্ষ্যটা ঠিক কী ছিল-- এটাই দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিতে৷ আমি আর নন্দিতাদি প্রথম থেকেই এই নিয়ে খবরের কাগজে বের হওয়া নানা তথ্য নজরে রাখছিলাম। সেটাই আমাদের দুজনকে ভাবিয়েছিল। তখন থেকে মনে হয়েছিল এটা নিয়ে ছবি তৈরি করা যেতে পারে।”

দুর্গাপুজোর প্রেক্ষাপটে প্রসঙ্গিকতা বজায় রাখতে ‘রক্তবীজ’ পুজোর সময়েই মুক্তি পাচ্ছে।বাস্তব  ঘটনার এক জীবন্ত দলিল হয়ে উঠবে ছবিটি, এমনই মনে করছে প্রযোজনা সংস্থা। এই ছবির মাধ্যমেই প্রথমবার নায়ক-নায়িকা হিসেবে আবীর-মিমিকে দেখা যাবে পর্দায়। এছাড়াও , দেখা যাবে অনসূয়া  মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, গুলশানারা খাতুন এবং দেবাশিস মণ্ডলের মতো একঝাঁক তারকাকে।এর আগে, ছবির কাজ শুরু হওয়ার পর,  আবীর মিমি নিজেরাই প্রথম তাঁদের সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুটিংয়ের ছবি। বলেছিলেন, “সারা বছরই ভালো ভালো ছবি উপহার দিয়ে থাকেন  শিবপ্রসাদ ও নন্দিতা৷ তাই বাঙালির জন্য পুজোয় এই উপহার। আমরা নতুন ছবি নিয়ে আসছি।”

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...