গরমে ত্বক যদি দীর্ঘক্ষণ সূর্যের তাপে এক্সপোজড হয়, তাহলে তা চূড়ান্ত ভাবে ড্যামেজ হতে পারে। রোদের তাপ, দূষণ এবং ঘামের কারণে ত্বকে প্রদাহ হতে পারে। স্প্রে মিস্ট-এ মজুদ অ্যান্টি অক্সিড্যান্টস, ভিটামিন ও এক্সট্র্যাক্টস এবং এসেন্সিয়াল অয়েল ত্বকের ড্যামেজ রোধ করতে সক্ষম। এটি ত্বককে দিনভর সুরক্ষিত রাখে, হাইড্রেটেড রাখে। স্কিন সেন্সিটিভিটি ও এজিং-এর সমস্যায় অব্যর্থ।
স্ট্রেস–স্কিনের সমস্যা নির্মূল করতে
স্ট্রেসড-স্কিনের জন্য এমন ফেস মিস্ট চয়ন করুন যাতে, ক্যামোমাইন, জোজোবা, অয়েল, এসেন্সিয়াল অয়েল, ল্যাভেন্ডার অয়েল এবং রোজওয়াটার মজুদ রয়েছে। এটি স্কিন ডিস্ট্রেস করে এবং স্কিন সেল্সগুলিকে হেলদি করতে সাহায্য করে।
বেস্ট ফেস মিস্ট
- ইনিসফ্রি গ্রিন টি মিস্ট, লাইটওয়েট হওয়ার কারণে ব্যবহার করতে সুবিধাজনক। এছাড়া এতে রয়েছে গ্রিন টি-এর গুণাগুণ। এটি হাইড্রেট করার পাশাপাশি স্কিন গ্লোয়িং-এর কাজেও সহায়তা করে। ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ফেস মিস্ট।
- ইনিসফ্রি অ্যালো রিভাইটাল স্কিন মিস্ট। ড্রাই ও পিলিং স্কিনের জন্য বেস্ট বিউটি ট্রিটমেন্ট বলে পরিচিত।
- দ্য বিউটি কোম্পানি অ্যালোভেরা মিস্ট অ্যালকোহল ফ্রি হওয়ার দরুন স্কিনকে করে সুপার হাইড্রেটেড।
ত্বকে অ্যান্টি এজিং উপকরণ চান?
সব মহিলারই সুপ্ত ইচ্ছে হল, তার ত্বকের যৌবন যেন দীর্ঘায়িত হয়৷ ফলে স্কিনকে ইয়ং লুক দিতে হলে ব্যবহার করতে হবে সঠিক স্প্রে মিস্ট। অনেকে ভুল প্রসাধনী ও ক্ষতিকারক রাসায়নিক যুক্ত কসমেটিক্স ব্যবহার করে স্কিন ড্যামেজ করে ফেলেন। ফলে সময়ের আগেই ত্বকে এজিংয়ের ছাপ পড়ে। প্রমাণিত হয়েছে স্প্রে মিস্ট অ্যান্টি এজিংয়ের গুণে সমৃদ্ধ।
তাই যাদের ত্বকে আর্লি এজিংয়ের সমস্যা রয়েছে তারা চয়ন করুন টি এক্সট্র্যাক্টস, ভিটামিন সি, ই, পমেগ্রানেট এক্সট্র্যাক্ট, আলফা অ্যান্ড বিটা হাইড্রক্সি অ্যাসিড, গ্রেপফ্রুট এক্সট্র্যাক্ট প্রভৃতি উপকরণে সমৃদ্ধ মিস্ট। এটি অক্সিডেশন স্ট্রেস কমিয়ে, ত্বকের এজিং সমস্যা নির্মূল করে।
বেস্ট ফেস মিস্ট
- ব্যবহার করুন এসবিবোটানিকা নিউট্রিটিভা পমেগ্রানেট ফেস মিস্ট, যা অ্যান্টি অক্সিড্যান্টস-এর পাওয়ার হাউস হিসাবে পরিচিত। এটি এজিং রোধ করতে সহায়ক।
- দ্য বডি শপ-এর ভিটামিন সি ফেশিয়াল মিস্ট আপনার ত্বক-এর গ্লো বাড়ানোর পাশাপাশি, এজিংয়ের সমস্যাও রোধ করবে। এর অ্যান্টি অক্সিড্যান্ট প্রপার্টিজ স্কিন সেল্স-এ কোলোজেন উৎপাদন করে এবং এজিংয়ের প্রক্রিয়াকে স্লো করে দেয়।
ব্লু–লাইট থেকে প্রোটেকশন খুঁজছেন?
আপনি যদি কর্মরতা হন তাহলে দীর্ঘসময় কম্পিউটারের সামনে কাজ করার সম্ভাবনা থাকে। ল্যাপটপ, স্মার্টফোন, টিভি প্রভৃতি সমস্ত গ্যাজেটেই এখন ব্লু-লাইট থেকে স্কিন প্রবলেম তৈরি হওয়ার আশঙ্কা। এই ব্লু-লাইট থেকে নির্গত ফ্রি র্যাডিকল, স্কিন ড্যামেজ করতে ক্রিয়াশীল থাকে। এই ব্লু-লাইট থেকে স্কিন-কে প্রোটেক্ট করতে হলে আপনাকে বিশেষ ফেস মিস্ট ব্যবহার করতে হবে।
বেস্ট ফেস মিস্ট
আইএলআইএ ব্লু-লাইট প্রোটেকশন মিস্ট — স্কিন হাইড্রেট করতে অব্যর্থ। মেক-আপ সেট করতে হলে এবং ত্বক ব্লু- লাইট তথা দূষণের ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষিত রাখতে হলে, এই ফেস মিস্ট ব্যবহার করুন।
পোরস মিনিমাইজ করতে হলে
একটি গবেষণা থেকে জানা যায় অতিরিক্ত সিবাম ক্ষরণের জন্য মুখে পোরস হতে পারে। কোনও মহিলার যদি সোয়েট গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে তেল উৎপাদন হয়, তাহলে অয়েলি স্কিন জনিত সমস্যা শুরু হয়। এই অবস্থায় স্কিন পোরস মিনিমাইজ করার প্রয়োজন হয়, এর জন্য পাওয়ারফুল অ্যান্টি অক্সিড্যান্টস-যুক্ত ফেস মিস্ট-ই আপনার প্রয়োজন।
বেস্ট ফেস মিস্ট
রেডিয়ান্স মিস্ট, পোরস মিনিমাইজ করতে সক্ষম। এটি স্কিনকে সমস্তরকম ক্ষতির হাত থেকে বাঁচায়। ডেড স্কিন এক্সফোলিয়েশন-এও খুবই সহায়ক।