গরম বাড়ছে। শরীরে, চোখে, মুখে ক্লান্তির ছাপ পড়ে যাচ্ছে দ্রুত। অথচ আপনার ব্যস্ত রুটিন সত্ত্বেও সামাজিকতা রক্ষার দায়িত্বও আপনার এড়িয়ে যাওয়া চলে না। এই পরিস্থিতিতে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় নিজেকে প্রেজেন্টেবল রাখা। একই সঙ্গে ত্বক-কে কুলিং অ্যান্ড রিফ্রেশিং এফেক্ট দেওয়া। এছাড়া আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে, স্কিন ড্রাইনেস-এর সমস্যারও মোকাবিলা করতে হয়। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক স্কিন রিফ্রেশ করবেন কীভাবে।

ফেস মিস্ট আসলে কী?

বস্তুত ফেস মিস্ট এক ধরনের স্প্রে, যা অ্যান্টি অক্সিড্যান্টস, ভিটামিন্‌স, এক্সট্র্যাক্টস এবং এসেন্সিয়াল অয়েলের গুণে সমৃদ্ধ। ফলে ফেস মিস্ট-এর ব্যবহারে স্কিন সহজেই তার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারে। ত্বক হাইড্রেটেড থাকে এবং এটাই ক্লান্তির ছাপ মুছে দিতে সাহায্য করে। কিন্তু সঠিক ফলাফল পেতে হলে ফেস মিস্ট ব্যবহার করতে হবে ক্লিনিং ও ময়েশ্চারাইজিং- ২-এর মধ্যবর্তী পর্বে। সাবান বা ফেসওয়াশ অ্যালকালাইন হওয়ার ফলে, স্কিনে একটা শুষ্ক ভাব তৈরি হয় এগুলি ব্যবহারের পরে। এই সময় ফেস মিস্ট ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল পুনরায় ভারসাম্য ফিরে পায়।

বিউটি লাভার্সদের প্রিয় সম্পদ

ইদানীং সৌন্দর্য সচেতন মহিলাদের অত্যন্ত প্রিয় প্রসাধনী হয়ে উঠেছে ফেস মিস্ট। এটায় মজুদ উপকরণগুলি নিমেষে ক্লান্তি দূর করে ত্বকে রিফ্লেশড লুক দিতে সক্ষম। ফেস মিস্ট ইজি টু ইউজ এবং সহজে ক্যারি করা যায়— তাই কর্মরতাদের কাছেও এর চাহিদা অত্যন্ত বেশি।

ত্বকের শুষ্কতা যাদের সারা বছর থাকে, মেক-আপ ঠিকমতো বসতে চায় না, তাদের জন্য অব্যর্থ এই ফেস মিস্ট। কারণ এটা মেক-আপ করার জন্যই নির্মিত। এর হাইড্রেটিং প্রপার্টিজ, মেক-আপের আগে স্কিনের আর্দ্রভাব ফিরিয়ে আনে। ফলে এফেক্ট হয় দুর্দান্ত।

সৌন্দর্য সচেতন নারীমাত্রেই এখন ব্যাগে ফেস মিস্ট ক্যারি করেন। তবে ব্যবহারের আগে জানতে হবে কোন ফেস মিস্ট আপনার ত্বকের জন্য সঠিক। সেই বুঝে এই প্রোডাক্ট নির্বাচন করুন।

শুষ্কতার সমস্যা রোধ করতে

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...