বলিউডের শক্তিশালী অভিনেতা Amir Khan শীঘ্রই পর্দায় ফিরে আসতে চলেছেন। লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে আমির বহুদিন ছবির জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ছিলেন। আমির খানের ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁর পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছিলেন। আমির খান বর্তমানে প্রযোজকের চেয়ারে রয়েছেন। সম্প্রতি তিনি লাহোর ১৯৪৭ ছবিটির ঘোষণা করেছেন, পরিচালনায় থাকবেন রাজকুমার সন্তোষী এবং সানি দেওল এই ছবিতে অভিনয় করবেন। এরই সঙ্গে আমির খান আরেকটি চলচ্চিত্রের ঘোষণা করেছেন। ২০২৪ সালে আমির তাঁর এই ছবিটি বড়ো পর্দায় নিয়ে আসার ঘোষণা করেছেন। ছবির নাম ‘সিতারে জমিন পর’। এই ছবির মাধ্যমে আমির, অক্ষয় কুমারের ওয়েলকাম থ্রি-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্প্রতি একটি মিডিয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি সিতারে জমিন পর’ ছবিতে অভিনয় ও প্রযোজনা করছি।’ এই ছবিটির মাধ্যমে অভিনেতা হিসেবে আবার ফিরতে চলেছেন তিনি। তিনি এটাও জানিয়েছেন যে, ‘তারে জমিন পর’ থিম নিয়েই গল্প এগিয়েছে তবে নতুন ছবিটিতে তাঁর টিম আরও অনেকটা এগোবার চেষ্টা করেছে। আগের সিনেমাটি যেমন দর্শকদের কাঁদিয়েছে, নতুন ছবিটি দর্শকদের হাসাবে। তারে জমিন পর ছবিতে আমির, দর্শিলের চরিত্রকে সাহায্য করেছিলেন, কিন্তু এই ছবিতে নয়জন ব্যক্তি, তাদের নিজস্ব সমস্যা নিয়ে আমিরের অভিনীত চরিত্রটিকে সাহায্য করবে। বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হিসাবে পরিচিত Amir Khan তাঁর অভিনীত চরিত্রগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলি নিয়ে কাজ করেন। আমির খানকে সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি।
‘সিতারে জমিন পর’ ছবিটি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল কিনা তা স্পষ্ট করেননি অভিনেতা। ২০০৮ সালের চলচ্চিত্রে আমির, দর্শিল সাফারি অভিনীত চরিত্র ঈশান নন্দকিশোর অবস্থির শিক্ষক রাম শঙ্কর নিকুম্ভের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন।
Amir Khan তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা সমর্থিত, সানি দেওল অভিনীত প্রকল্প সম্পর্কেও বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একটি সিনেমা প্রযোজনা করছি, যা পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। ছবিটির নাম ‘লাহোর ১৯৪৭’ এবং সানি দেওল ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। আমি শুধু সিনেমাটি প্রযোজনা করছি। নায়ক সানি। এটি একটি খুব ভালো গল্প’, তিনি জানান।
আমির গত বছর ঘোষণা করেছিলেন যে তিনি পরিবারের দিকে মনোনিবেশ করার জন্য চলচ্চিত্র থেকে বিরতি নিচ্ছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির তাঁর ছবির পাশাপাশি ছেলের কথাও জানিয়েছেন। অভিনেতা জানিয়েছেন যে, তাঁর ছেলে জুনেইদ চলচ্চিত্র ‘প্রীতম পেয়ারে সে’ দিয়ে বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আমিরের ছেলে জুনেইদ যে পর্দার আড়ালে থেকেই কাজ করবেন, তিনি অভিনয় করবেন না, তা পুরোপুরি নিশ্চিত।