২০২১ সালে ফারহান আখতার বলিউড স্ক্রিনের জনপ্রিয় তিন কন্যাকে নিয়ে একটি রোড ট্রিপের ছবি ‘জি লে জরা’ ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অর্থাৎ এই ছবি দিয়েই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়ঙ্কার। কিন্তু আপাতত বলিউডের অন্দরের খবর হল, এই ছবির কাজ সম্পূর্ণ ভাবে অনিশ্চিত। কখনও প্রিয়ঙ্কা তো কখনও ক্যাটরিনার এই ছবি থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে।
এদিকে ফারহান আখতারের সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷।ইনস্টাগ্রামে তাঁর ' ইমরান ' লুকের একটি ছবি শেয়ার করেছেন ফারহান। কে এই ইমরান?সকলের মনে আছে নিশ্চয়ই, জোয়া আখতারের পরিচালনায় তৈরি হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ২০১১ সালে মুক্তি পায় এই ছবি। লিড রোলে অভিনয় করেছিলেন হৃতিক রোশন,ফারহান আখতার এবং অভয় দেওল। দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফেরও।
সেই ছবির ‘ইমরান’ চরিত্র হয়ে প্রকাশ্যে এলেন ফারহান৷ সোশ্যাল মিডিয়ার সেই ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন খোদ অভয় আর হৃতিকও। যা দেখে ফ্যানেরা নিশ্চিত হয়েছে যে, জিন্দেগি না মিলেগি দোবারা-র সিকুয়েল নিয়ে ফিরছে এই ত্রয়ী।
সাদা শার্টে ঘরের ভিতরে তোলা একটি সেলফি তুলে পোস্ট করেন নায়ক। সঙ্গে লেখেন, ‘ইমরানের লুক৷ জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ করল। কী বলেন জোয়া আখতার? ছেলেদের কি আরেকটা ট্রিপ প্ল্যান করা উচিত?’ ব্যস এই কমেন্ট থেকেই জল্পনার সূত্রপাত৷ ফিরছে জিন্দেগি না মিলেগি দোবারা! সোশ্যাল মিডিয়ায় ফারহানের এই ইঙ্গিতে সিকুয়েলের আঁচ পেয়েই অভয় দেওলের মন্তব্য-- ‘আমি তো আমার ব্যাগ ২০১২ সাল থেকেই প্যাক করে রেখেছি।’ হৃতিক রোশন লেখেন, ‘চলো যাওয়া যাক’। খোদ জোয়া আখতার কী বলছেন উত্তরে? পরিচালকের বোন লিখেছেন, ‘আমার তো ব্যাগ প্যাক করাই রয়েছে’।অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট যে, জি লে জরা অনিশ্চিত হয়ে পড়ায়, এই ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে৷