এর আগেও ওটিটির জন্য কাজ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিন্তু এবার বড়ো ধরনের চমক নিয়ে হাজির তিনি৷ বড়ো পর্দার পর ওয়েব সিরিজেও দর্শকদের সমান ভালোবাসা পাবেন বলে আশা করছেন সিদ্ধার্থ। হ্যাঁ ঠিকই ধরেছেন৷ সিদ্ধার্থকে দেখা যাবে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার প্রকাশ্যে আসার পরই এটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
এই সিরিজে সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও আছেন, বিবেক ওবেরয়, শিল্পা শেট্টি কুন্দ্রা, শ্বেতা তিওয়ারি, ইশা তলওয়ার, প্রমুখ। রোহিত শেট্টি পরিচালিত এই ওয়েব সিরিজ বস্তুত একটি সাত পর্বের ওয়েব সিরিজ। এখানে পুলিশদের শ্রদ্ধা জানানো হয়েছে যারা নিঃস্বার্থ ভাবে দেশের জন্য কাজ করে চলেছে। যাদের জন্য নাগরিকরা নিরাপদে থাকতে পারেন।
টিজারে দেখা যাচ্ছে শহরে ছড়িয়েছে বোমাতঙ্ক, রক্তারক্তি অবস্থা। প্রাণসংশয়ে দৌড়াদৌড়ি পড়ে গেছে। এরই মধ্যে ত্রাতা হিসাবে অবতীর্ণ হচ্ছে সিদ্ধার্থ, বিবেক ও শিল্পা। ধুন্ধুমার অ্যাকশান সিকোয়েন্স গোটা টিজার জুড়ে। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা রোমহর্ষক হতে চলেছে এই সিরিজ। ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজটি দিল্লির বিভিন্ন অংশে শুট হয়েছে৷শহরের নানা প্রান্তে আতঙ্ক দেখাতে গিয়ে নেপথ্যে ব্যবহার করা হয়েছে টাইম বোমার টিকটিক শব্দ। পরিশেষে ফাটতে দেখা যায় সেই বোমা। সেই সঙ্গে টিজারে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টি কুন্দ্রা কীভাবে শহরকে এই বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন।
ইন্ডিয়ান পুলিশ ফোর্স ২০২৪ সালের ১৯ জানুয়ারি মুক্তি পাবে। এটি দেখা যাবে আমাজন প্রাইম ভিডিয়োতে।এর আগে, এই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে। কিন্তু তা পিছিয়ে মুক্তির আনুমানিক তারিখ স্থির করা হয় ৮ ডিসেম্বরে। যদিও প্রথমে মনে করা হয় যে সলমন খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’-এর জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় রোহিত শেট্টির সিরিজ পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
অক্টোবরে যখন মুক্তি পেয়েছিল এই সিরিজের পোস্টার, তখন সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছিলেন তিনি গর্বিত আবারও খাকি উর্দি পরতে পেরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই পোস্টার শেয়ার করে পরিচালক রোহিত শেট্টি লিখেছিলেন, ‘আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন৷ আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন… ১৯ জানুয়ারি ২০২৪ থেকে… অ্যামাজন প্রাইম ভিডিওয়।’এই পোস্টার শেয়ার করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও। তিনি লিখেছিলেন, ‘লোকেশন পরিষ্কার। টার্গেট লকড। ফোর্স আসছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।’
এই ওয়েব সিরিজে ক্যামিও করতে দেখা যাবে অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমার এবং দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফকে। উল্লেখ্য, রোহিতের কপ ইউনিভার্সে এবার নতুন দু’টি চরিত্রে দেখা যাবে দীপিকা ও টাইগারকে। আর সিদ্ধার্থকে এই নতুন অবতারে দর্শকদের কতটা ভালো লাগে সেটাই এখন দেখার।