চলচ্চিত্র উৎসবে বিদেশি ছবি দেখতেই মূলত বেশি আগ্রহী থাকেন সিনেমাপ্রেমীরা। কারণ, বড়োপর্দার সামনে বসে উৎসবের আবহে একগুচ্ছ বিদেশি ছবি দেখার সুযোগ পাওয়া যায় একমাত্র এই চলচ্চিত্র উৎসবেই। কিন্তু যে-কোনও কারণেই হোক, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবি দেখার জন্যও ছিল বাড়তি উন্মাদনা। বিশেষকরে বাঙালি দর্শকরা প্রেক্ষাগৃহ ভরিয়ে দিয়েছিলেন বলা যায়। অবশ্য শুধু বাংলা ছবির দর্শকরাই নন, বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপও অঞ্জন দত্ত-র ছবি ‘চালচিত্র এখন’ দেখার আগ্রহে, তাঁরজন্য নির্ধারিত প্রেস কনফারেন্সও অনুরোধ করে পিছিয়ে দিয়েছিলেন। এমনই ছিল এবার বাংলা ছবি দেখার আগ্রহ।
২০২৩-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত মোট ২১৯টি ছবির মধ্যে প্রতিযোগিতা বিভাগে ছিল ৭২টি বড়ো ছবি। এরমধ্যে ‘বেঙ্গলি প্যানোরমা বিভাগ’-এ ছিল মোট ৭টি ছবি। যাইহোক, নন্দন সহ মোট ২৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে এই ছবিগুলি। অধিকাংশ শো-এ দর্শক আসন ছিল কানায়-কানায় পূর্ণ। উৎসবের অষ্টম দিনে অর্থাৎ ১২ ডিসেম্বর সন্ধেবেলা বিজয়ী ছবিগুলিকে পুরস্কার প্রদান করা হয় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। সেইসঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পরিচালক সুধীর মিশ্র, গৌতম ঘোষ এবং কয়েকজন বিদেশি পরিচালক।
‘ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে সেরা ছবির শিরোপা পায় ইজরায়েলের ছবি ‘চিলড্রেন অফ নোবডি’। মানবিক মুল্যবোধের বিষয় নির্ভর এই ছবিটির পরিচালক ইরেজ ট্যাডমোর। পরিচালক পুরস্কার নিতে মঞ্চে উপস্থিত থাকতে না পারলেও, তাঁর ছবির জন্য ৫১ লক্ষ টাকা পুরস্কার মূল্য ছাড়াও বরাদ্দ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার গোল্ডেন ট্রফি। বিজয়ী ছবি ‘চিলড্রেন অফ নোবডি’-ই ছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং ফিল্ম। এই ছবিটি প্রদর্শিত হয়েছে নন্দন এক প্রেক্ষাগৃহে ১২ ডিসেম্বর সন্ধে সাড়ে সাতটায়।
অঞ্জন দত্ত-র ছবি ‘চালচিত্র এখন’ ছিল ওই একই বিভাগে, অর্থাৎ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজ’-এ। মৃণাল সেন-এর সঙ্গে অঞ্জন দত্ত তাঁর কাজের অভিজ্ঞতাই মূলত কাহিনি আকারে তুলে ধরেছেন ‘চালচিত্র এখন’ ছবিটির মাধ্যমে। এরই পাশাপাশি অবশ্য ছবির নায়কের কলকাতার প্রতি অনীহা এবং শেষ পর্যন্ত ভালোবাসার দিকটিও অনেকটা প্রাধান্য পেয়েছে এই ছবিতে। মৃণাল সেন-এর শতবর্ষ উপলক্ষ্যে এই ছবিটিও প্রদর্শিত হয়েছে নন্দন এক প্রেক্ষাগৃহে। ছবি শুরুর আগে প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক দেখে বিষ্ময়ে আবেগল্পুত হয়ে অঞ্জন বলেছেন, ‘মৃণালদা’ বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। শুধু তাই নয়, হয়তো তাঁর ছবি দেখার জন্যও এত ভিড় হতো না।’ যাইহোক, এবার অঞ্জনের ‘চালচিত্র এখন’ পেল স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। পুরস্কার মূল্য ছিল ২১ লক্ষ টাকা। ওই একই বিভাগে ভেনেজুয়েলার পরিচালক কার্লোস ড্যানিয়েল মালাভে-র ছবি ‘ওয়ান ওয়ে’ও পেয়েছে পুরস্কার।