সম্প্রতি পার্ক স্ট্রিট অঞ্চলের এক অভিজাত রেস্তোরাঁয় সাড়ম্বরে লঞ্চ করা হল ‘বেলাইন’ ছবির ট্রেলার। আর এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক এবং প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন ছবির কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
‘বেলাইন’ ছবিটি পরিচালনা করেছেন সমিক রায় চৌধুরি। ছবিটি রহস্য-রোমাঞ্চে মোড়া বলে জানা গেছে। এক বৃদ্ধ সাদামাটা জীবনযাপন করতেন। খাওয়া-বসা, ঘুমোনো, ইনডোর গেম আর আশপাশে ঘুরে বেড়ানো ছাড়া তাঁর বাকি সময়টা কাটতো টিভি সিরিয়াল দেখে। আর তিনি যখন ফুরফুরে মেজাজে থাকতেন, তখন তাঁর নজর থাকতো বাড়ির পরিচারিকার দিকে। একটু খুনসুটি, দুষ্টুমি এসব নিয়েই বয়ে চলেছিল বৃদ্ধের গতানুগতিক জীবন। কিন্তু এই সাধারণ বহমান জীবনে সবকিছু বদলে দিল একটা ফোন কল। এক অপরিচিত তরুণী ভুল করে কল করেন বৃদ্ধের ল্যান্ডফোনে। বৃদ্ধ প্রথমে অপ্রস্তুতে পড়লেও, কথায়-কথায় বৃদ্ধ বেশ ঢুকে পড়েন ওই তরুণীর ব্যাক্তিগত জীবনে। চলতে থাকে টেলিফোনিক ভাব-বিনিময়। ওই তরুণী এবং তার লিভ-ইন পার্টনার-এর জট পাকানো, রহস্যে মোড়া জীবন-কাহিনিতে ওই বৃদ্ধও এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন একসময়। আর এখান থেকেই শুরু হয় চমক!
সমিকের এই ‘বেলাইন’ ছবিতে ওই বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এমন চরিত্রে তাঁকে আগে কখনও অভিনয় করতে দেখা যায়নি বলে জানিয়েছেন এই ছবির পরিচালক। তরুণী-র চরিত্রে রূপদান করেছেন শ্রেয়া ভট্টাচার্য। এর আগে শ্রেয়াকে অভিনয় করতে দেখা গেছে ‘জ্যেষ্ঠপুত্র’, সাঁঝবাতি’ ছবিতে এবং ‘কেমিস্ট্রি মাসি’ ওয়েব সিরিজ-এ। আর পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য ছাড়াও , ‘বেলাইন’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আরজে সায়ন, তথাগত মুখোপাধ্যায় প্রমুখ।
এক ঘন্টা চল্লিশ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি তৈরি হয়েছে ‘দৃষ্টিশ্রী আর্টস প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে। প্রযোজনা করেছেন হরিৎ রত্ন এবং মনীষা রত্ন। ‘বেলাইন’ ছবির সাফল্যের বিষয়ে প্রযোজক, পরিচালক এবং ছবির কলাকুশলী সবাই ভীষণ আশাবাদী।
এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক সমিক রায় চৌধুরি স্বয়ং। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত। শিল্প নির্দেশক তপন শেঠ। কালারিস্ট প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক। সংগীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার। আগামী ২৯ মার্চ ‘বেলাইন’ মুক্তি পাবে বলে জানানো হয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।