আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং সিরিয়ার কিছু অংশে উগ্রপন্থী গোষ্ঠীগুলি বাড়াবাড়ি করছে, যা কড়া হাতে দমন করা উচিত। তবে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে স্লোগান উঠেছে— ‘মেক আমেরিকা গ্রেট এগেইন'। আর ছোটো-বড়ো কিছু দেশও এখন আমেরিকার মতো একই ভাবে স্লোগান তুলতে চাইছে। অন্যদিকে নেপালের রাষ্ট্রীয় গণতান্ত্রিক দল রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য জমায়েত করছে আর নির্বাচিত সরকার এই পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছে। অর্থাৎ, ভিন্ন দেশ, ভিন্ন পরিস্থিতি।

অবশ্য, সর্বত্র একটি বিষয়ে কোনও তফাত নেই! আর এই বিষয়টি হল- -ধর্ম। সর্বত্র ধর্মের ব্যবসায়ীরা রাজনীতি ও সমাজে প্রবেশ করেছে। সর্বত্র ভগবান, যীশু, আল্লাহ প্রভৃতিকে মাধ্যম করে চলছে মানুষকে বোকা বানানোর কর্মশালা। শাসন করার ক্ষেত্রে রাজনীতির চেয়ে বেশি ক্ষমতা ভোগ করছে ধর্মের দোকানদাররা। তাই, এখন ধর্মস্থানে নারীদের দাসত্ব বৃদ্ধি পেয়েছে এবং সমাজে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। আর যারা ভণ্ড ধার্মিকদের নির্দেশ অনুসরণ করছে, তারা শুধু নিজেদের ক্ষতি করছে না, পরবর্তী প্রজন্মকেও অন্ধবিশ্বাসের ফলোয়ার বানাচ্ছে। এর জন্য সবচেয়ে বেশি কুফল ভোগ করতে হচ্ছে মহিলাদের।

ভারতীয় হিন্দু মহিলারা মাথায় হাঁড়ি নিয়ে দীর্ঘ পথ হাঁটছেন এবং ঠান্ডা জলে দাঁড়িয়ে থেকে শরীরের ক্ষতি করছেন অন্ধবিশ্বাসের শিকার হয়ে। আবার মুসলিম দেশগুলিতে প্রাচীন ধর্মীয় নীতির কারণে মহিলাদের আজও বোরখার আড়ালে থাকতে হচ্ছে। পশ্চিমী কিছু দেশেও শিক্ষিত মহিলারা যারা ঘরের বাইরে কাজ করতে সক্ষম, তাদেরও সঙ্গী বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আর ধর্ম এখন এতটাই জনপ্রিয় যে, ধর্মস্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে।

নতুন এই ধর্মীয় জোয়ার সভ্যতার অগ্রগতির পরিবর্তে, শতাব্দী প্রাচীন দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে মহিলাদের। আসলে, মহিলাদের ধর্মে ব্যস্ত রেখে ফায়দা তুলছে ধান্দাবাজরা। যেখানে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেখানে মহিলাদের আরও বেশি করে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে সুবিধাবাদীরা কেড়ে নিচ্ছেন মহিলাদের স্বাধীন ভাবে বাঁচার অধিকার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...