প্রেমের গল্পে আধারিত ছবি ‘শেষ জীবন’-এর ট্রেলার প্রকাশিত হল সম্প্রতি। ‘আইলিড’-এর ব্যানারে এই ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ চোপড়া।
ছবিটির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘শেষ জীবন’ পরিচালনা করা একটা অসাধারণ ফিলমি-সফর বলে আমার মনে হয়েছে। এই ছবির কাহিনিতে প্রেম এবং জীবনের চ্যালেঞ্জগুলিকে ওভারকাম করতে দেখবেন দর্শকরা। আবেগে ভরপুর এই ছবির কাহিনি দর্শকচিত্ত জয় করে নেবে এবং দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করবে বলেও আমার মনে হয়। কলকাতা ছাড়াও, দার্জিলিং এবং কালিম্পং-এর মনোরম পটভূমিতে ক্যামেরাবন্দি করা হয়েছে এই ছবিটি। একজন দাদু এবং তার নাতনির সম্পর্কের নিবিড় বন্ধন প্রাধান্য পেয়েছে এই ছবির কাহিনিতে।’
Zee Music-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হয়েছে এই ছবির ট্রেলার। গভীর আবেগ এবং সুন্দর দৃশ্যে ভরপুর এই ছবির ট্রেলারটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে বলেও জানিয়েছেন পরিচালক। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে (বিক্রম রাঠোর)অভিনয় করেছেন এই ছবির প্রযোজক প্রদীপ চোপড়া। এছাড়া, মুকেশ ঋষি, জারিনা ওয়াহাব, মুশতাক খান, পুনিত রাজ শর্মা এবং কাব্য কাশ্যপ অভিনয় করেছেন এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে।
এই ছবিটি সম্পর্কে প্রযোজক প্রদীপ চোপড়া জানিয়েছেন, ‘শেষ জীবন’ একটি হৃদয়গ্রাহী গল্প নিয়ে তৈরি হয়েছে, যা আপনারা প্রিয়জনদের সঙ্গে প্রেক্ষাগৃহে একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন। আমি বিশ্বাস করি, ছবিটি চূড়ান্ত সাফল্য পাবে, কারণ এই ছবিটিতে সবাই আন্তরিক ভাবে কাজ করেছেন এবং ছবির কাহিনিতে ভালোলাগার রসদ আছে। তাছাড়া, পরিচালক শুভেন্দু প্রচুর পরিশ্রম করেছেন এই ছবিটির জন্য।’
প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে আরও জানানো হয়েছে, ছবির কেন্দ্রীয় চরিত্র বিক্রম সিং রাঠোরের নাতনী কাব্য দ্বারা অনুপ্রাণিত একটি বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এই ছবির কাহিনি। এরপর ফ্ল্যাশব্যাক-এ উঠে আসবে বিক্রম এবং কাব্যের হৃদয়গ্রাহী এক জার্নি। আর এই জার্নি-তে দেখা যাবে, জীবনের চ্যালেঞ্জগুলিকে কীভাবে ওভারকাম করে চলেছে বিক্রম এবং কাব্য।
‘জি মিউজিক’ প্রকাশ করেছে ‘শেষ জীবন’ ছবির মিউজিক। বব এসএন-এর কম্পোজিশন এবং শোভন গঙ্গোপাধ্যায়, ত্রিশা চট্টোপাধ্যায় এবং প্রদীপ চোপড়ার গাওয়া গানে সমৃদ্ধ হয়েছে এই ছবিটি।
ছবিটির কাহিনি লিখেছেন প্রদীপ চোপড়া। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রদীপ চোপড়া এবং সঞ্জীব তিওয়ারি। ডিওপি অরবিন্দ নারায়ণ দোলাই। সিনেমাটি প্রেম এবং জীবনের চ্যালেঞ্জগুলিকে ছন্দময় করে তুলেছে বলে প্রসঙ্গত জানিয়েছেন দুই চিত্রনাট্যকার। শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত এই ছবিটি, আগামী ৯ আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।