ZEE5 অরিজিনাল-এ মুক্তি পেতে চলেছে বাংলা থ্রিলার ‘কাঁটায় কাঁটায়’। নারায়ণ সান্যালের লেখা ‘সোনার কাঁটা’ অবলম্বণে তৈরি হওয়া এই থ্রিলার ‘কাঁটায় কাঁটায়’ সমৃদ্ধ হয়েছে শাশ্বত চট্টোপাধায়, অনন্যা চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী-র অভিনয়ে। শ্যাম সুন্দর প্রযোজিত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজটি মুক্তি পাবে ১৫ আগষ্ট।
দার্জিলিংয়ের ঝড়-ঝঞ্ঝার পটভূমিতে নির্মিত ধোঁয়াশায় মোড়া ‘কাঁটায় কাঁটায়’। এই সিরিজটি দর্শকদের এমন একটি বিশ্বে নিয়ে যাবে, যেখানে ঘটতে থাকবে চমকপ্রদ সব ঘটনা। মেয়ে হারানোর দুর্ভাগ্য তাড়িয়ে বেড়ায় পিকে বসু-কে। এরপর পিকে বসু তার তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে হত্যাকারীকে খুঁজে বের করবেন। অবশ্য তার আগে দর্শকদের মনে জাগবে নানারকম প্রশ্ন। হত্যাকারী কি হোটেলের অতিথিদের মধ্যেই কেউ নাকি অন্য কেউ? তবে এটা কোনও সাধারণ হত্যা রহস্য নয় বলে মনে করেন পরিচালক।
ZEE5-এর চিফ বিজনেস অফিসার মণীশ কালরা প্রসঙ্গত জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, ‘কাঁটায় কাঁটায়’ তৈরি হয়েছে বাংলার বর্তমান প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে। ZEE5 গত এক বছরে একাধিক অরিজিনাল লঞ্চ করেছে। আমরা দেখেছি যে, হত্যা রহস্য এবং গোয়েন্দা থ্রিলারগুলি বিশেষ করে বাংলা-র দর্শকদের কাছে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে। তাই, হত্যা রহস্য ‘কাঁটায় কাঁটায়’-এর সাফল্যের বিষয়েও আমরা ভীষণ আশাবাদী।’
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘কাঁটায় কাঁটায়’-এর সাফল্যের জন্য আমি এবং আমার টিম-এর সকলেই নিষ্ঠা সহকারে কাজ করেছেন। সেইসঙ্গে, নারায়ণ সান্যালের প্রিয় ‘সোনার কাঁটা’-কে আধুনিক দর্শকদের জন্য পুনর্গঠন করেছি এবং একটি থ্রিলার তৈরি করেছি, যা যেমন আবেগপূর্ণ, তেমনই রোমাঞ্চকর।’
এই সিরিজ-এ শাশ্বত চট্টোপাধ্যায় পিকে বসুর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া, সোহম চক্রবর্তী-র এটি ওটিটি ডেবিউ। অনন্যা চট্টোপাধ্যায় রাণী বসুর চরিত্রে অভিনয় করেছেন।
প্রসঙ্গত শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন,‘পিকে বসুকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি আমি। তবে এই উদ্যোগে কতটা ফল হয়েছি, তা বলবেন প্রিয় দর্শকরা। একদিকে নিজের মেয়ে-কে হারানোর যন্ত্রণা, অন্যদিকে আইনজীবি পিকে বসু হিসাবে অপরাধীকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা—অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চরিত্র বলে আমার মনে হয়েছে। এই চরিত্রটি বুদ্ধিমত্তা এবং আবেগের মিশ্রণে তৈরি। আশাকরি দর্শকদের খুশি করতে পারব।’
অন্যদিকে, রানি একজন মা এবং স্ত্রী। যার বিশ্ব ছিল মেয়ে মিঠু, যা মিঠুর মৃত্যুর পর ধ্বংস হয়ে যায়। রানি তার মৃত সন্তানের ছবি এমন ভাবে দেখেন, যা তার চরিত্রকে একটি অশরীরি উপাদান যোগ করেছে মনে হবে। এর মধ্যেও রানি কীভাবে তার স্বামীকে মামলা লড়তে সাহায্য করবে, তা সত্যিই দর্শকদের ভাবাবে বলে মনে করেন রানি চরিত্রে রূপদানকারী অনন্যা চট্টোপাধ্যায়।
সোহম চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া-য় জানিয়েছেন, ‘ওটিটিতে ডেবিউ করা অত্যন্ত রোমাঞ্চকর মনে হয়েছে।কারণ সাবির রায়-এর মতো একটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি ‘কাঁটায় কাঁটায়’ সিরিজে।’