দেশে মহিলাদের কতটা সম্মানের চোখে দেখা হয়, তা একটি ঘটনায় স্পষ্ট হয়ে গেছে। এক রাজনৈতিক দলের সাংসদের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের একটা বড়ো অংশ রুখে দাঁড়িয়েছিল।তাঁরা জনসমক্ষে নিয়ে আসেন নারী নির্যাতনের অভিযোগ। মাসের পর মাস তারা ধর্ণায় বসেন প্রতিবাদস্বরূপ। কিন্তু কোনও ফল হয়নি, কারণ দলীয় কর্মীকে ভালো রকমই সুরক্ষা দিয়েছে দল এবং তাঁকে গ্রেফতার করা কিংবা দল থেকে বহিষ্কার করা হয়নি। অপরাধ প্রমাণিতই হয়নি, এই অজুহাতে অপরাধী দিব্যি পার পেয়ে গেছেন।

কাটা ঘায়ে নুনের ছিটের মতো সংঘের নির্বাচনে ৪৭টির মধ্যে ৪০টি ভোট পেয়েছেন ওই অভিযুক্তের সহযোগী। ফলে ১৫টি সিটের মধ্যে ১৩টিই তাঁর দলের দখলে।

তবে শেষপর্যন্ত আলোচনায় নিন্দা হওয়ার ফলে, এই নির্বাচনের ফলাফল খারিজ করে দেওয়া হয়। এর অন্যতম কারণ হল, ওই ব্যক্তি ক্ষমতায় এসেই তাঁর এতদিনের ঊর্ধ্বতনের প্রতি একনিষ্ঠ হয়ে তারই গ্রামে মহিলাদের কুস্তি প্রতিযোগিতার কথা ঘোষণা করে দিয়েছিলেন। এ যেন মহিলাদের চোখে আঙুল দিয়ে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা।

এ এক দৃষ্টান্ত মাত্র। যাতে বোঝা যায়, দেশে নারীদের মর্যাদা তলানিতে এসে ঠেকেছে। দুঃখের বিষয়, যারা এই আন্দেলনে শামিল হয়ে ধর্নায় বসেছিলেন, বাস্তবিক সেই মহিলারা শারীরিক ভাবে অত্যন্ত সক্ষম। চাইলেই ৮০-৮৫ শতাংশ পুরুষকে, কুস্তির প্যাঁচে ধরাশায়ী করার ক্ষমতা ধরেন। পুলিশের লাঠির মুখে, ঝড়ে-বৃষ্টিতে, রোদে যারা পিছপা হননি, রাষ্ট্র তাদের এই প্রতিবাদকেও গুরুত্বহীন করে দিল।

এই লড়াই শুধু মহিলা কুস্তিগিরদের সম্মান আদায়ের লড়াই ছিল না। এটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সেই সমস্ত নারীর লড়াই  ছিল, যাদের ঘরে বাইরে, সংসারে, দফতরে সর্বক্ষণ সংগ্রাম করতে হচ্ছে। নিজের অধিকারের জন্য পুরুষশাসিত সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হচ্ছে। তাদের কণ্ঠরোধ করার জন্য বস্তুত তাদের একঘরে করে দেওয়া হচ্ছে।

বিদ্রোহিনীরা বরাবরই তাদের পরিবারেও অবাঞ্ছিত। আত্মীয়রা যোগাযোগ বন্ধ করে দেয়, কর্মক্ষেত্রে কাজের সুযোগ কমতে থাকে, পারিবারিক অনুষ্ঠানে গেলেও নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের।

ধর্ম বরাবরই মহিলাদের, পুরুষের দাসত্ব করার শিক্ষাই দিয়ে এসেছে। মহিলাদের গুরুত্ব শুধু সংসারের কাজে এবং ইন্দ্রীয় সুখের প্রয়োজনে। অহল্যা, সীতা, দ্রৌপদী— তাই সবসময়ই বঞ্চনার শিকার। তাঁরা নির্যাতনের দৃষ্টান্ত হিসাবেই থেকে গেছেন। তাই, আসাধু ব্যক্তিরা আজও ক্ষমতার শীর্ষে বিরাজ করেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...