সবাই চান শ্রবণসুখ উপভোগ করতে। কিন্তু নানারকম কারণে এই শ্রবণসুখ থেকে বঞ্চিত হন অনেকে। শুধু বার্ধক্যজনিত কারণেই নয়, অকালেও অনেকে কানে শুনতে পান না ঠিক ভাবে। তাই, চাই সর্তকতা এবং সঠিক চিকিৎসা। মনে রাখবেন, আমাদের কান মস্তিষ্কের সঙ্গে যেমন যোগাযোগ রক্ষা করে, ঠিক তেমনই শরীরের ভারসাম্য বজায় রাখে। অতএব, প্রত্যেকে যাতে কানের যত্ন এবং সুরক্ষা নিয়ে শ্রবণসুখ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে কানের স্বাস্থ্যের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন কনসালট্যান্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন ডা. দেবায়ন তরফদার।

শ্রবণশক্তি হ্রাসের কারণ

শব্দদূষণ: আমাদের কোলাহলপূর্ণ বিশ্বে শব্দদূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস (NIHL) একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। কল-কারখানায় যন্ত্রপাতির শব্দ, কনসার্ট, এমনকী ব্যক্তিগত অডিও ডিভাইস থেকেও নির্গত উচ্চ মাত্রার শব্দের আবহে দীর্ঘক্ষণ থাকা, কানের ভিতরের সূক্ষ্ম কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই কোষগুলি শব্দ কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। কিন্তু বিভিন্ন কারণে এই কোষগুলি যখন দুর্বল হয়ে পড়ে, তখন শ্রবণশক্তি হ্রাস পায়।

সংক্রমণ: কানের সংক্রমণের মধ্যে রয়েছে ‘ওটিটিস মিডিয়া' (মধ্যকর্ণের সংক্রমণ) এবং ‘ওটিটিস এক্সটার্না'-র (সাঁতার কাটার সময় দূষিত জল থেকে কানে সংক্রমণ) সমস্যা।

ওটিটিস মিডিয়া: প্রায়শই ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এই সমস্যা হয়। এটি কানে ব্যথা, গায়ে জ্বর, কানের পর্দার পিছনে তরল জমা হওয়া ইত্যাদির সমস্যা তৈরি করে। সমস্যা দীর্ঘস্থায়ী হলে (CSOM) কানের পর্দায় স্থায়ী ছিদ্র হতে পারে, যা আরও সংক্রমণ এবং গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

প্রতিরোধ: ঘন ঘন হাত ধোয়া, নোংরা জলের সংস্পর্শে না আসা এবং শিশুদের টিকাদান করা ইত্যাদি। বিশেষকরে যেসব শিশু বারবার ঠান্ডা লাগা এবং কানের ব্যথায় ভুগছে, তাদের ক্ষেত্রে একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ মতো চিকিৎসা করলে সংক্রমণ বন্ধ হয়ে যাওয়া এবং কানের পর্দা স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করা সম্ভব।

চিকিৎসার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কান পরিষ্কার করা। কিন্তু কানের সমস্যা দীর্ঘস্থায়ী এবং জটিল হলে, সেক্ষেত্রে (CSOM) সার্জারি-র প্রয়োজন হতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...