অনেকেই জানেন যে, আগস্ট মাসকে ‘জাতীয় টিকাদান সচেতনতা মাস’ (National Immunization Awarness Month-NIAM) হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই গত মাসটির কথা মাথায় রেখে, টিকা গ্রহণের বিষয়ে সচেতনতা জরুরি। কারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের বিস্তার রোধ করার জন্য শিশু, কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের টিকা নেওয়া সুফলদায়ক। কোন বয়সে কোন টিকা নিলে কী কী রোগ প্রতিরোধ করা সম্ভব, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নেওটিয়া মেডিপ্লাস-এর কনসালট্যান্ট ফিজিশিয়ান ডা. শালিনী ভুট্ট এবং কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান ডা. লোকেশ পান্ডে

কনসালট্যান্ট ফিজিশিয়ান ডা. শালিনী ভুট্ট-র দেওয়া তথ্য ---

কিশোর-কিশোরীদের (১১-১৯ বছর)

 বুস্টার শট: টিডিএপি (টিটেনাস, ডিপথেরিয়া এবং কাশি) এবং মেনিংগোকোকাল কনজুগেট টিকা গুরুতর রোগ থেকে রক্ষা করার জন্য সুপারিশ করা হয়

 এইচপিভি ভ্যাকসিন: হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) থেকে রক্ষা করে

 ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন: মৌসুমী ফ্লু প্রতিরোধের জন্য বার্ষিক ফ্লু টিকা সুপারিশ করা হয়।

Doctor's photo

Dr Shalini Bhutta

প্রাপ্তবয়স্কদের (১৯-৬৪ বছর)

  • ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন: মৌসুমী ফ্লু প্রতিরোধের জন্য বার্ষিক ফ্লু টিকা সুপারিশ করা হয়
  • টিডিএপি ভ্যাকসিন: টিটেনাস, ডিপথেরিয়া এবং কাশি প্রতিরোধের জন্য প্রতি ১০ বছর অন্তর বুস্টার শট
  • Shingles ভ্যাকসিন: ৫০+ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের জন্য Shingles সম্পর্কিত জটিলতা প্রতিরোধের জন্য সুপারিশ করা হয়
  • নিউমোকোকাল ভ্যাকসিন: নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত বা ৬৫+ বছর বয়সের পর নিউমোকোকাল রোগ প্রতিরোধের জন্য।

বয়স্ক ব্যাক্তিদের ভ্যাকসিন (৬৫+ বছর)

  • ইনফ্লুয়েঞ্জা টিকা: মৌসুমি ফ্লু প্রতিরোধের জন্য বার্ষিক ফ্লু টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়
  • নিউমোকোকাল টিকা: নিউমোনিয়া সহ নিউমোকোকাল রোগ প্রতিরোধের জন্য সুপারিশ করা হয়
  • Shingles টিকা: Shingles সম্পর্কিত জটিলতা প্রতিরোধের জন্য সুপারিশ করা হয়
  • টিডিএপি টিকা: টিটেনাস, ডিপথেরিয়া এবং হুপিং কাশি থেকে সুরক্ষা বজায় রাখার জন্য প্রতি ১০ বছর অন্তর বুস্টার শট।

টিকার গুরুত্ব 

 গুরুতর রোগ প্রতিরোধ করে: টিকা গুরুতর রোগ, হাসপাতালে ভর্তি হওয়া এবং এমনকি মৃত্যুও প্রতিরোধ করতে পারে

 শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে: টিকা প্রাপ্তবয়স্ক এবং ছোটো শিশুদের শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...