আমি ১৮ বছরের যুবতি। ৩ বছর ধরে একটি ছেলেকে ভালোবাসি। এখনও পর্যন্ত ছেলেটির সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি। এবং ফেসবুক-এ ছেলেটির সঙ্গে আমার পরিচয় এবং ওখানেই আমি ছেলেটির ছবিও দেখেছি। হোয়াট্স অ্যাপে এবং ফোনেও ঘন্টার পর ঘন্টা আমাদের কথা হতো। কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছি ছেলেটি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ফোন করলে লাইন কেটে দেয়। আবার কখনও ফোন ধরলেও, ‘ব্যস্ত আছি’ বলে ফোন নামিয়ে রাখে। ও আমার কাছে অনেক প্রমিস করেছে। আমি জানতে চাই ছেলেটি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? এখন আমার কী করা উচিত?
আশ্চর্য লাগছে, যে, ৩ বছর ধরে একটি অজানা ছেলের সঙ্গে যাকে আপনি কোনওদিন দেখেননি, তার সঙ্গে আপনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং ভালোবাসেন বলে দাবিও করছেন। ফেসবুক-এ ছবি দেখে কীভাবে আপনি একটি ছেলের প্রেমে পড়ে গেলেন, সেটা একেবারেই বুঝতে পারছি না। আপনি জানিয়েছেন যে আপনার বয়স এখন ১৮। তার মানে ধরতে হবে ৩ বছর আগে অর্থাৎ ১৬ বছর বয়সে ছেলেটির সঙ্গে আপনার প্রথম আলাপ। আসলে ১৬ বছর বয়সে আপনি নাবালিকা ছিলেন এবং কিছু বোঝার বয়স আপনার তখনও হয়নি। সেইজন্যই বোধহয় ফোনে ফোনেই এরকম একটা সম্পর্ক গড়ে উঠতে পেরেছে। আপনি কোথাও পরিষ্কার করে জানাননি যে ছেলেটি বা আপনি কখনও সামনাসামনি দেখা করার জন্য একে অপরকে জোর করেছেন কিনা? এমনও হতে পারে, ছেলেটি আপনাকে কোথাও দেখা করতে বলেছে অথচ কোনও কারণবশত আপনি গিয়ে উঠতে পারেননি। এই ক্ষেত্রে হতে পারে ছেলেটি নিজের পছন্দমতো অন্য কোনও মেয়েবন্ধু খুঁজে নিয়েছে। তবে আপনার জেনে রাখা ভালো যে, সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্স অ্যাপে মিথ্যা আইডি এবং নম্বর বানিয়ে অনেকেই ভুলভাল সুযোগ নেওয়ার চেষ্টা করে। এরকম বহু তথ্য সামনে এসেছে যে, এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে বহু মেয়েকে প্রতারণা করা হয়েছে এবং বন্ধুত্বের নাম করে অনেক অনৈতিক কাজও তাদের দিয়ে করানো হয়েছে। আপনার এই বন্ধুটিও হয়তো ফেক আইডি এবং নম্বর তৈরি করে আপনার সঙ্গে বন্ধুত্ব করেছে এবং এতদিন সুযোগ নেওয়ারই চেষ্টা করে গেছে। এমনও হতে পারে ছেলেটি বিবাহিত এবং আপনার থেকে কোনওরকম প্রশ্রয় বা সুযোগ না পাওয়াতে অন্য কোথাও ফাঁদ পেতেছে। সব থেকে ভালো হবে, এই প্রেমটাকে বয়সের কারণে না বুঝে ভুল করেছেন ভেবে নিন এবং সম্পর্কটার কথা ভুলে যান। কেরিয়ারে মন দিন। সঠিক সময় সঠিক বন্ধুর খোঁজ অবশ্যই আপনি পেয়ে যাবেন।