আমি ২২ বছরের তরুণী। বড়ো ফিল্ম-মেকার হতে চাই আমি। নামি ফিল্ম ইন্সটিটিউট থেকে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছি। এরপর এক নামি চলচ্চিত্র পরিচালকের কাছে অবজারভার হিসাবে কাজ শিখছি। আমি ওই পরিচালকের গুণে মুগ্ধ। আমার ডেডিকেশন দেখে তিনিও আমাকে প্রায় হাতে ধরে কাজ শেখান। এভাবেই মাসকয়েক একসঙ্গে কাজ করতে করতে আমি তাঁর প্রতি আকর্ষণ অনুভব করতে থাকি। বয়সের তফাত এবং তিনি যে বিবাহিত একথা ভুলে যাই আমি। কাজের শেষে রাতে যখন তিনি মদ্যপান করতেন, তখনও তাঁকে আমি সঙ্গ দিতাম। এভাবেই একসময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লি৫ হয়ে পড়ি আমি। তিনি আমাকে ভালোবেসে লিভ্ ইন রিলেশন করছেন এমনটাই বুঝিয়েছিলেন কিন্তু কিছুদিন আগেই আমার সেই ভুল ভেঙে গেল। জানতে পারলাম, এরকম সম্পর্ক তিনি এর আগে অনেক মেয়ের সঙ্গেই করেছেন। এও জানতে পেরেছি, কিছুদিন কাউকে কাজ শিখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর স্বাদ মিটে গেলে ‘তুমি কাজ শিখে গেছো’ বলে বিদায় দিয়ে নতুন মেয়েকে কাজ শেখান। এখন সবকিছু জেনে ব্যক্তি মানুষটির প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে। কিন্তু কাজের ব্যাপারে তিনি এতটাই গুণী মানুষ যে, আরও কিছুদিন তাঁর কাছে কাজ না শিখতে পারলে আমার শিক্ষা অসম্পূর্ণ থাকবে। কিন্তু তাঁর প্রতি অশ্রদ্ধা এবং যে-কোনও সময় তিনি তাড়িয়ে দিতে পারেন এমনই এক পরিস্থিতির মধ্যে আমি কিংকর্তব্যবিমূঢ়। আমাকে পথ দেখান প্লিজ।

 

আপনার স্বপ্ন বড়ো ফিল্ম-মেকার হওয়া। যদি সেই যোগ্যতা এবং আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকে, তাহলে ধরে নিতে হচ্ছে, সাধারণ মানুষের থেকে আপনি বেশি বিচক্ষণ এবং জ্ঞানী। তাই, ভালোমন্দ বুঝবার ক্ষমতা আপনার আছে। আপনার কাহিনি জেনে মনে হয়েছে, আপনি কেরিয়ারিস্ট। অতএব, ওই পরিচালককে ভালোবেসে তাঁর বেড পার্টনার হয়েছেন– এসব যুক্তি তেমন গ্রহণযোগত্যা পাচ্ছে না বরং মনে হয়েছে, আপনি তাঁর গুণের ভক্ত হয়ে কাজ শেখার বিনিময়ে ‘কম্প্রোমাইজ’ করেছেন। তবে এটা তাৎক্ষণি আবেগও হতে পারে। আর তাঁর প্রতি এখন অশ্রদ্ধা যে কথা আপনি জানিয়েছেন, তা আসলে তিনি আপনাকে কাজ না শিখিয়ে নতুন কাউকে কাজ শেখাবেন এই রাগের প্রতিফলন। কারণ, তিনি বিবাহিত, বয়সের তফাত রয়েছে, আপনাদের সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই জেনেও আপনি তাঁর সঙ্গে শরীরী সম্পর্ক স্থাপন করেছেন। আর উনি জাস্ট এসব উপভোগ করেছেন কাজ শেখানোর বিনিময়ে। তাই বিষয়টা ভালোবাসার নয়, বরং অনেক বেশি বিনিময়ের। আর যদি মনে হয়, ভালোবাসার ভান করে ওই পরিচালক আপনাকে ঠকিয়েছেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন। কিন্তু আপনি সম্ভবত তা করবেন না, কারণ আপনি তাঁর কাছে কাজ শিখে আরও নিজেকে সমৃদ্ধ করতে চান। অতএব, যা ঘটেছে তা গুরুদক্ষিণা ধরে নেওয়া ছাড়া আপনার কাছে আর কোনও পথ খোলা আছে বলে মনে হয় না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...