সুরকার হিসাবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন শ্রীপ্রীতম। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে বাংলা গানের জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। গুটি গুটি পায়ে,তোকে হেব্বি লাগছে,সলিড কেস খেয়েছি,পাগলি প্রভৃতি বাংলা গানে জনপ্রিয়তার পাশাপাশি,সজনা পাস আ, বিন তেরে তেরে বিন প্রভৃতি হিন্দি গানেও নজর কেড়েছেন শ্রীপ্রীতম। তবে শুধু বলিউড কিংবা টলিউডে-ই নয়, বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। আর এই জনপ্রিয়তায় আবার যোগ হল ‘বাংলা হাসবে বিশ্ব হাসবে’-র মিউজিক ভিডিয়োটি। এই মিউজিক ভিডিয়োয় অংশ নিয়েছেন বিশিষ্ট সুরকার বাপ্পি লাহিড়ি, সংগীতশিল্পী অভিজিৎ, কুমার শানু, আসিফ আকবর, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, সোহম, অঙ্কুশ , ওম প্রমুখ।

music launch

প্রসঙ্গত শ্রীপ্রীতম জানিয়েছেন, অভিনেতা-অভিনেত্রীদের কন্ঠে সচরাচর গান শোনা যায় না।তাই তাঁরা গান গাইলে একটা বাড়তি চমক তৈরি হয়। এবারও তাই হল। এই মিউজিক ভিডিয়োটি ইউটিউবে মুক্তির পর দারুণ সাফল্য পেয়েছে।

কথা প্রসঙ্গে শ্রীপ্রীতম আরও জানিয়েছেন, সম্প্রতি তাঁর সুরে অমিত মিশ্র গেয়েছেন ‘খুশনুমা’ এবং রাজ বর্মন গেয়েছেন ‘হে ইয়ারা তুঝসে’ গানটি। পরিচালক সুজিত সরকারও তাঁর আগামী ছবির জন্য শ্রীপ্রীতমের সঙ্গে কথা বলেছেন।

——-

আরো গল্প পড়তে ক্লিক করুন...