শরীর ভালো না থাকা সত্ত্বেও তিনি প্রথমে বেশ কয়েকটি দৃশ্যের শট দিয়েছিলেন। তারপর শুটিং চলাকালীন হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির শ্যুটিং করছিলেন তিনি মুসৌরিতে।পেটের সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আর তাই থেকেই ঘটে বিপত্তি৷
মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করেই সব শট ছিল নির্দিষ্ট দিনটিতে। আউটডোর শুটিং চলছিল দ্য কাশ্মীর ফাইলস টিমের ৷ সেখানেই মিঠুন শট দেওয়ার সময় তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে৷ উপায় না দেখে শুটিং থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক৷ কিন্তু মিঠন তা কিছুতেই থামাতে দেননি৷ তিনি নিজের অংশটি অভিনয় করেন তুমুল অসুস্থতার মধ্যেও৷
এই ঘটনার পরে. মিঠুন চক্রবর্তীর মতো বর্ষীয়ান এক অভিনেতার ডেডিকেশন প্রায় অভিভূত করেছে ছবির নির্দেশক বিবেক অগ্নিহোত্রীকে৷ তিনি বলেন, “কোনও সাধারণ মানুষ এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে না৷ কিন্তু অসুস্থতা থাকা সত্বেও তিনি কিছুক্ষণের জন্য বাইরে থেকে ঘুরে এসে, সম্পূর্ণ শুটটি শেষ করেছেন। তাঁর শরীর এতটাই খারাপ ছিল যে, আমি ভাবতেও পারিনি কেউ কীভাবে এই অবস্থায় শুটিংয়ের কথা ভাবতে পারে। এজন্যেই তিনি সুপারস্টার। তিনি আমাকে বলেছিলেন বিগত কয়েক মাসে তিনি এরকম ভাবে অসুস্থ হননি। তিনি আমাকে ক্রমাগত বলেছিলেন, ‘আপনার শুটিংয়ে অসুবিধা হচ্ছে না তো?’ আমি সত্যিই অবাক হয়েছি, কারণ আমি নতুন প্রজন্মের কোনও অভিনেতাকে, এতটা সিনসিয়ারিটি দিয়ে কাজ করতে দেখিনি”।
বেশ কিছুকাল যাবত নানা অসুস্থতায় জর্জরিত ছিলেন এই অভিনেতা ৷ ২০০৯ সালে ‘লাক’ ছবির শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান মিঠুন। তারপর থেকে সেই ব্যথা তাঁকে ভোগাচ্ছিল। প্রায়ই পিঠে ব্যথা হতো তাঁর। ২০১৬-য় সেই ব্যথা নিয়েই তিনি হাসপাতালে ভর্তিও হন। পুরোদমে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু দু’বছর কেটে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ২০১৯ সালের মে মাসেও পিঠে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন মিঠুন। এরপর অবশ্য অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। চিকিৎসা করতে লস অ্যাঞ্জেলস নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকারই একটি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর।
সাম্প্রতিক সময়ে বড়োসড়ো কোনও শারীরিক কষ্ট না থাকায় , কাশ্মীর ফাইলস –এ কাজ শুরু করেন মিঠুন৷ এই প্রসঙ্গে নির্দেশক বিবেক আরও বলেন, “মিঠুনদা খুবই পরিশ্রমী এবং পেশাদার একজন অভিনেতা। শুধু তাই নয়, সকালে যখন আমরা শুটিংয়ের পরে ফিরেছি, তিনি সকলকে উৎসাহ দিয়েছেন যাতে প্রত্যেকে দ্রুত গতিতে কাজ করে। যে কারণে, আমাদের কাজের যেটুকু বিলম্ব হয়েছিল,সেটা দ্রুত মেকআপ হয়ে গেছে। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ইউনিট, কলা কুশলী এবং যে কোনও চলচ্চিত্রের জন্য একটা সম্পদ।”
২০১২ সালের এপ্রিলে ‘তাশকন্দ ফাইলস’-এর সাফল্যের পরে, বিবেক সিদ্ধান্ত নেন যে, কাশ্মীরি হিন্দুদের দুর্দশার বিষয়টি পৃথিবীর সামনে তুলে ধরবেন। সেই জন্যই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিষয় নির্বাচন৷। এই ছবিতে মিঠুন ছাড়াও মূল চরিত্রে রয়েছেন অনুপম খের। সব ঠিক থাকলে ২০২১ সালে মুক্তি পাবে ছবিটি।
বর্তমানে মিঠুন চক্রবর্তী ব্যস্ত আছেন আরও একটি প্রোজেক্ট –এ৷ সেটি হল নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শোয়ের প্রোমো। স্টার জলসার নতুন রিয়্যালিটি শো-তে একেবারে নতুন লুক-এ দেখা যাবে মিঠুনকে। এই শো-এ কালো জ্যাকেটে, কালো চশমায় সেজে উঠেছেন সুপার স্টার।