যে কোনও অনুষ্ঠান বা উৎসবে তরুণী, যুবতি, বয়স্কা মহিলা সকলেই পরিধান এবং সাজগোজকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। উৎসব এবং সামাজিক অনুষ্ঠানের জন্য ভারতীয় পোশাকই সবথেকে বেশি মানানসই। এর সঙ্গে সঠিক মেক-আপেরও প্রয়োজন রয়েছে। প্রয়োজন অনুযায়ী মেক-আপ করা হলে পোশাকের ওভারঅল লুকটাই বদলে যায়। অথচ ভুল মেক-আপ দামি ট্র্যাডিশনাল ওয়্যারের গর্জাস লুকটাকে মুহূর্তে নষ্ট করে দিতে পারে। সুতরাং, উৎসব বা অনুষ্ঠানের জন্য মেক-আপ করার সময় এই বিষয়গুলি খেয়াল রাখুন –
ফাউন্ডেশন মুখের গ্লো বাড়াবে – শাড়ি অথবা ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে মেক-আপের বেস হিসেবে ফাউন্ডেশন লাগান। এটা মুখে আনবে ইনসট্যান্ট গ্লো। মুখের স্কিন টোন হালকা করার সঙ্গে সঙ্গে এটি মুখের যে-কোনও দাগ-ছোপ লুকোতেও সাহায্য করে। অনেকেই ফাউন্ডেশন ব্যবহার না করে শুধুমাত্র কনসিলারের সাহায্যে দাগ-ছোপ লুকোবার চেষ্টা করেন। কিন্তু এই প্রক্রিয়া ভুল। ফাউন্ডেশন স্কিনের কালার সব জায়গায় সমান রাখে ফলে মুখের টেক্সচার মসৃণ মনে হয়। সুতরাং কনসিলারের সঙ্গে ফাউন্ডেশন ব্যবহার করাটাও জরুরি।
পারফেক্ট লুক দেয় হাইলাইটার – পারফেক্ট লুক পেতে ফাউন্ডেশনের পর ম্যাট হাইলাইটার ব্যবহার করুন। যদি পোশাকের রং হয় ব্ল্যাক, আইভরি, ব্লু, গ্রিন বা অন্য কোনও রঙের এবং ভারতীয় ট্র্যাডিশনাল পোশাকই বেছে থাকেন– তাহলে নিজের নোজ ব্রিজ, চিক বোন্স এবং চিন, গোল্ড কালার দিয়ে হাইলাইট করুন। এর ফলে আপনার মুখশ্রী শার্প মনে হবে। স্কিন টোন এবং নিজের পছন্দ অনুসারে ব্রোঞ্জ, পিচ, পিংক শেডের হাইলাইটার বেছে নিতে পারেন।
চোখের সৗন্দর্যের জন্য – মেক-আপের মাধ্যমে চোখের সৗন্দর্য বাড়িয়ে তোলা সম্ভব। ট্রেন্ডি আইশ্যাডো, মাসকারা এবং কাজল ব্যবহার করে নিজের লুক একেবারে বদলে ফেলুন। আজকাল উইংগড আইলাইনার এবং কালার্ড আইলাইনার ফ্যাশনে ইন।
ঠোঁট সুন্দর দেখাতে – লিপস্টিক মেক-আপ-কে দেয় ফিনিশিং লুক। সুতরাং পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বাছুন। ম্যাট না গ্লসি লিপস্টিক লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করবে। যদি আই মেক-আপ ডার্ক হয় তাহলে মুখের মেক-আপ ব্যালেন্স করতে ঠোঁটে লাইট শেডের লিপস্টিক লাগান যেমন লাইট পিংক বা পিচ। আবার ঠোঁটের জন্য রেড শেড বেছে নিতে পারেন বোল্ড লুক ক্যারি করতে চাইলে।
ব্যালেন্স থাকা জরুরি – ট্র্যাডিশনাল, এথনিক ওয়্যারের মধ্যে পড়ে এমব্রয়ডারি ব্লাউজ, লহঙ্গা, হেভি শাড়ি ইত্যাদি। সুতরাং এগুলোর সঙ্গে মেক-আপ করার সময় খেয়াল রাখতে হয় উভয় যেন একে অপরের পরিপূরক হয়। সুতরাং হেভি ড্রেস এবং জুয়েলারির সঙ্গে ম্যাট মেক-আপ মানানসই হবে কিন্তু যদি কনটেম্পোরারি লুক চান, তাহলে নিউড মেক-আপ করলেই বেশি মানাবে।
জেনে রাখুন
আজকাল নিউড মেক-আপের ফ্যাশন ইন। এটি মুখের ন্যাচারাল বিউটি বজায় রাখে। আজকাল সেলিব্রিটিরা বেশির ভাগই এই মেক-আপ করার পক্ষপাতী
১) উইংগড আইলাইনারের ক্রেজ এখন ভীষণ ভাবে ইন। অনেক মেয়েরাই ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে পুরো আই মেক-আপ না করে উইংগড আইলাইনার লাগান। এতে লুকটাও পালটে যায়
২) লাল লিপস্টিক দীর্ঘদিন ধরে ট্রেন্ড-এ রয়েছে এবং এটি বোল্ড লুক দেয়
৩) চোখকে আরও সুন্দর করে তুলতে চাইলে নকল আইল্যাশ ব্যবহার করা যেতে পারে। এতে চোখ আরও বড়ো লাগবে
৪) ট্র্যাডিশনাল লুকের সঙ্গে স্মোকি আই মেক-আপ খুব মানানসই লাগে। আপনার পোশাকের সঙ্গে ম্যাচ করে, এমন কালার বাছুন এবং চোখের কাজলের সঙ্গে সেই রং অ্যাড করে নিয়ে আসতে পারেন স্মোকি লুকের ট্রেন্ডিং সাজ
৫) জেল আইলাইনার ব্যবহার করে পান টাইমলেস বিউটি
৬) দীর্ঘ সময় ধরে যদি মেক-আপ টিকিয়ে রাখতে চান তাহলে মেক-আপের শুরুতে প্রাইমার লাগান, যাতে ক্যামেরার লেন্সেও ধরা পড়ে আপনার মুখের ফ্রেশনেস