আধুনিক সময়ে টেকনোলজি যতই উন্নত হচ্ছে, মোবাইল ফোনের অপব্যবহারে বাড়ছে নানা অপরাধমূলক কার্যকলাপ। সাইবার ক্রাইম বা ভাইরাল ক্রাইম থেকে নিজের ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য, কিছু বাড়তি সতর্কতা মেনে চলুন। এখানে রইল কিছু পরামর্শ।

  • মোবাইল হ্যান্ডসেট-এর ব্লুটুথ সারাক্ষণ অন করে রাখবেন না
  • লাইসেন্স-যুক্ত অ্যান্টি ভাইরাস ভরুন
  • মাঝে মাঝে মোবাইল হ্যান্ডসেট ফরম্যাট করুন
  • আপনার মোবাইল নম্বরটি বদলাবার প্রয়োজন হলে, নতুন নম্বরটি অবশ্যই পরিচিতদের দিয়ে রাখুন। নম্বর পরিবর্তন করছেন, সেটা জানিয়ে দিন। এর কারণ আপনার পুরোনো নম্বরটি কিছু দিন পরে কোম্পানি অন্য কোনও ব্যক্তিকে দিয়ে দিতে পারে
  • অশ্লীল মেসেজ আদানপ্রদান করাটা এখন একটা কমন ব্যাপার। কিন্তু এসব মেসেজ শেয়ার করার ব্যাপারে সাবধান হোন
  • অচেনা সোইল আইডি বা নম্বর থেকে আসা কোনও লিংক-এ আঙুল ছুঁইয়ে প্রতারণার শিকার হবেন না
  • ভাইরাস-এর কারণে ফোনের ডাটাবেস যে-কোনও সময় আপনার হাতছাড়া হতে পারে। তাই খুব জরুরি ইনফর্মেশন-এর ব্যাক আপ অবশ্যই রাখুন। ব্যাংক বা অফিশিয়াল তথ্যের হার্ডকপি রাখা বাঞ্ছনীয়
  • সাইবার ক্রাইম-এর শিকার হলে, সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক ব্যবহার করছেন যে-কোম্পানির, তাদের এবং পুলিশকে বিষয়টা জানান
  • বারবার মোবাইল ফোনের নম্বর বদলাবেন না
  • সবাইকে নিজের ব্যক্তিগত ফোন নম্বর দেবেন না। কাজের নম্বরটি আলাদা রাখুন
  • মহিলারা বিশেষ করে, নিজের ব্যক্তিগত নম্বর সার্ভিস সেন্টার, বিউটি পার্লার, দুধ বা কাগজ বিক্রেতা, সবজিওযালা প্রভৃতি লোকজনদের সঙ্গে শেয়ার করবেন না
  • অচেনা কোনও লোকের হাতে মোবাইলটি দেবেন না, খুব প্রয়োজনেও না। কারণ তিনি যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত-নন, সে ব্যাপারে আপনি নিশ্চিত নন
  • মোবাইল ফোন-এ সবসময় লক কোড দিয়ে রাখুন, যাতে সেটা বেহাত হলেও কেউ যেন অপব্যবহার না করতে পারে
  • মোবাইল ফোন চুরি হলে, সঙ্গে সঙ্গে সিম কার্ড বন্ধ করান ও নেটওয়ার্ক কোম্পানি এবং পুলিশকে জানান
  • সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে, বিক্রেতার নাম, ঠিকানা ও রশিদ অবশ্যই নেবেন
  • অচেনা লোকের থেকে কম দামে হলেও মোবাইল ফোন কিনবেন না।
আরো গল্প পড়তে ক্লিক করুন...