আমার বয়স ২০ বছর। দুই বছর ধরে একটি ছেলেকে ভালোবাসি। ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্কও রয়েছে। কিছুদিন আগে ছেলেটি আমাকে ওর বাড়িতে ডাকে। ওর মা-বাবা বাড়িতে ছিলেন না। ছেলেটি বলেছিল ওনারা সারাদিনের জন্য কোথাও গেছেন, ফিরতে রাত হবে। কিন্তু হঠাৎ-ই ওনারা বাড়িতে ফিরে আসেন এবং আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। আমরা বসার ঘরেই ঘনিষ্ঠ হয়ে ছিলাম। এরপর আমি যতবারই ওদের বাড়ি গিয়েছি ছেলেটির মা আমার মুখ দেখলেই বিরক্ত হয়ে ওঠেন এবং ওর বাবা মিটমিট করে মুখ টিপে হেসে ঘর ছেড়ে বেরিয়ে যান। আমার বয়ফ্রেন্ড আমাকে সান্ত্বনা দেয় যে আমাকে নিয়ে ওনাদের কোনও সমস্যা নেই, ওনারা গোটা ঘটনার কথা ভুলে গেছেন কিন্তু ওদের বাড়ি যেতে আমার এখন খুব এমব্যারেসড লাগে। ওনাদের সঙ্গে সরাসরি এ ব্যাপারে কথা বলে নেওয়া কি আমার উচিত হবে?

 

এটা তো খুবই স্বাভাবিক যে এরকম একটা ঘটনার পর ছেলেটির বাড়িতে যেতে আপনার দ্বিধা হচ্ছে। ছেলেটির এখানে ভুল রয়েছে। ওর আগেই আপনাকে সাবধান করা উচিত ছিল। এছাড়াও বিয়ের আগে নিজের বাড়িতেই এরকম একটা পদক্ষেপ নেওয়া ওর কখনওই উচিত হয়নি। ওর ভাবা উচিত ছিল যেকোনো মুহূর্তেই মা বাবা তাঁদের নিজেদের বাড়িতে ফিরে আসতে পারেন। ছেলেটির অবশ্যই উচিত নিজের মা-বাবার সঙ্গে  এ ব্যাপারে কথা বলা এবং আপনার উচিত হচ্ছে তাঁদের কাছে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেওয়া। বিস্তারিত ভাবে তাদের বুঝিয়ে বলুন, তাদের অপমান করা কিংবা চমকে দেওয়ার আপনার কোনও ইনটেনশন ছিল না। আপনার ভুল হয়ে গেছে সেটাও স্বীকার করে নিন ওনাদের কাছে।

আপনার বয়ফ্রেন্ড হয়তো পুরো ব্যাপারটা পাশ কাটিয়ে দিতে চাইছে কিন্তু আপনি বিবেক-কে প্রাধান্য দিন । এছাড়াও ছেলেটির মা-বাবার সঙ্গে আপনার মিউচুয়াল রেসপেক্ট বজায় রাখাটা দুই পক্ষের জন্যই জরুরি। আপনি যে ওদের বাড়িতে বউ হয়ে আসতে চান সেটাও ওদের বুঝিয়ে বলুন।

 

 

 

 

 

 

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...