আমার সমস্যা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আমার সঙ্গে তার পাঁচবছরের বেশি সময় ধরে সম্পর্ক। কিন্তু তার মধ্যে নারীদের প্রতি অতি মাত্রায় দুর্বলতা দেখতে পাই। ধরুন তাকে যদি কোনও পার্টিতে নিয়ে যাই, সেখানে সে আমার বান্ধবীদের প্রতি হামলে পড়ে। তাদের গল্পে কথায় ভুলিয়ে, পাটিতে মধ্যমণি হয়ে উঠতে চায়। আমার প্রতি বয়ফ্রেন্ড-এর আর মনযোগ থাকে না। কোনও কোনও সময় সে আমার বান্ধবীদের ফোন নম্বর জোগাড় করে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে ফোনে গল্প করে। একথা হয়তো পরে আমি অন্য কারও মাধ্যমে জানতে পারি। একই ভাবে সে আমার কাজিনদের ব্যাপারেও যেন বেশি উৎসাহী। আমার বোনেরা মাঝেমধ্যে আড়ালে অভিযোগ করে তার ব্যাপারে। সে যেন অতিরিক্ত গায়ে পড়া। কী করে তার স্বভাব পালটাই বলে দিন।

অনেকেরই হয়তে মনে হতে পারে আপনি সন্দেহপ্রবণ৷ কিন্তু আমরা আপনার সমস্যাটা বুঝতে পারছি৷ আপনার ধারণা ভুল নয়৷ আপনি অতিমাত্রায় পজেসিভ, তা-ও নয়৷ বিয়ের পর স্ত্রীরা স্বামীদের মনোযোগ চায়৷ সেখানে যদি আপনার স্বামী বারবার অন্য নারীদের প্রতি আগ্রহ দেখান, সেটা ভয়েরই কথা৷

আপনার স্বামীকে নিয়ে আপনার দুশ্চিন্তা অমূলক নয়৷তার সবটুকু ভালোবাসা মোটেই আপনার প্রতি কেন্দ্রীভূত হচ্ছে না৷ এই ধরনের মানুষরা চরিত্র বদলায় না। আপনি আপনার পরিচিত মহলেই দেখছেন তার কর্মকাণ্ড, আপনার আড়ালেও তার মানে তিনি একই কাজ করে বেড়ান। এই মানুষের সঙ্গে জড়ালে, ভবিষ্যতে নারীঘটিত নানা  সম্পর্কে তার জড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যাবে। এর কারণ আপনার বয়ফ্রেন্ড এই কাজকে অর্থাৎ সহজেই মহিলাদের মন জয় করাকে বিশেষ কৃতিত্ব মনে করেন। আপনি তাকে পরিষ্কার জানিয়ে দিন, সে যদি এই স্বভাব না বদলায়, আপনার পক্ষে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে হুমকিতে কাজ হবে বলে মনে হয় না, কারণ সে তার চরিত্রে কোনও পরিবর্তন আনতে ইচ্ছুক হবে বলে মনে হয় না।তআি মন প্রস্তুত রাখুন৷ প্রয়োজনে আড়ো কড়া পদক্ষেপ নিতে হতে পারে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...