সময়ের সঙ্গে সঙ্গে নিরন্তর পালটায় ফ্যাশন। কিন্তু যা পালটায় না তা হল, পোশাকে কমফর্টেবল থাকার ইচ্ছেটা। তাই কখনও বডি কন্টুরের সঙ্গে আঁটো হয়ে থাকা পোশাকের চাহিদা তুঙ্গে উঠলে, পরবর্তী ফ্যাশন ট্রেন্ড হয়ে দাঁড়ায় ঢিলেঢালা পরিচ্ছদ। ফ্যাশনের মূল মন্ত্রই হল কমফর্ট অর্থাত্ স্বাচ্ছন্দ্য। শুধু লুক গুড ফ্যাক্টরটাই সব নয়, পোশাক কমফর্টেবল না হলে আপনার গোটা সাজটাই মাটি হতে পারে। একথা এখন মেনে নিয়েছেন তাবড় ডিজাইনাররাও।

এই মুহূর্তে অ্যান্টি-ফিট পোশাক রয়েছে চাহিদার শীর্ষে। অর্থাত্ লং, লেয়ার্ড, ঢিলেঢালা পোশাকই ভীষণ ভাবে ইন। বডি কন এখন ডেটেড হয়ে গেছে। বসন্ত জাগ্রত দ্বারে৷ তাই প্রকৃতির রঙে রং মেলানো পোশাক, ভাইব্রান্ট প্রিন্টস্ এগুলিই এখন পছন্দের শিরোনামে। বাড়ছে কটনের চাহিদা। বিভিন্ন শেডের নীল, সাদা, ফ্লোরাল টেক্সচারস এখন খুব ইন। সঙ্গে অবশ্যই থাকছে স্টেটমেন্ট জুযোরির ফ্যাশন। লং শ্রাগ বা সুতির জ্যাকেটের কদরও এখন আরও কিছুদিন চলবে।

স্টেটমেন্ট প্রিন্টের পাশাপাশি, কালার ব্লকিং-এর ফ্যাশনও চলবে। স্ট্রাইপড আপার ও লোয়ার এখন অনেকেই পছন্দ করছেন। কুল অ্যান্ড ওয়ার্ম টোন-এর কন্ট্রাস্ট-ও রাখতে পারেন উপরের ও নীচের পোশাকে। কটনের পাশাপাশি ফ্যাব্রিক হিসেবে গুরুত্ব বাড়ছে অর্গ্যাঞ্জা, ক্রেপ ও সাটিনের। অফিসে পরার পক্ষেও আদর্শ হয়ে উঠছে স্ট্রাইপড পোশাক৷এর দরুন সাজে বেশ একটা সেমি ফর্মাল লুক আসে৷

খুব টাইট প্যান্ট বা গায়ের সঙ্গে লেপ্টে থাকা চুড়িদার নয়,  এখন বেশি চলছে ঢিলেঢালা পোশাক। কোমরের কাছ থেকে ফ্লেয়ার দেওয়া আনারকলি দেখতে যতটা ভালো পরলেও ঠিক ততটাই আরাম মিলবে।

দু’ নম্বর, বছরের শেষ ক’টা মাস বাদ দিলে এ রাজ্যে গরম আর ঘামে বড়ো নাজেহাল হতে হয়। তাই এমন ফ্যাব্রিক থেকে পোশাক তৈরি করুন যা আপনাকে সারাদিন ঝরঝরে থাকতে সাহায্য করবে।

সলিড কালার এখন খুব চলছে।  নানা প্যাস্টেল শেডের সলিডস বেছে নিতে পারেন।  শাড়ি কেটেও দিব্যি সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন। অনেকেই পশ্চিমি পোশাক বেশি পছন্দ করেন৷ ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে শ্রাগ ভালো মানায়। সুতি থেকে ডেনিম-বেছে নিতে পারেন নিজের পছন্দ মতো। নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন শ্রাগের ঝুল। এখন লম্বা এবং খাটো, দু’রকমের শ্রাগই কিন্তু ফ্যাশনে রয়েছে।

সাদামাঠা ড্রেসকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য সাহায্য নিন স্টেটমেন্ট গয়নার। একটা বড়ো ও ভারী হার বা কানের দুল আপনার গোটা লুকটাই চেঞ্জ করে দেবে। রুপোর বা তার উপর মিনে করা গয়না পরলে খুব সুন্দর দেখাবে।

আরামদায়ক, কোলাপুরি, জুতি বা মোজরি রাখুন হাতের কাছে। এই ধরনের দেশি নকশার জুতো এই মুহূর্তে দারুণ ফ্যাশনেবলও বটে!

আরো গল্প পড়তে ক্লিক করুন...