অনেকেরই সারাবছর ঠোঁট খুব শুষ্ক থাকে। সারাবছরই ঠোঁটের উপরের পরত, ছালের মতো স্তরে স্তরে উঠতে থাকে। বেশি শুষ্কতায় রক্ত পর্যন্ত বেরোতে থাকে।আবার Cracked lips নিয়ে অনেককে নাজেহাল হতে হয় গোটা শীতকাল জুড়েই৷ লিপস্টিক-ই শুষ্ক ঠোঁটের রক্ষাকবচ।  এর জন্য অনেকেই এখন ভ্যাসলিন, বা অন্য ক্রিম লাগিয়ে রাখেন। কিন্তু কখনও কখনও এতেও উপকার পাওয়া যায় না। তাই আজ আমরা জানাব ঘরোয়া কিছু উপকরণ, যার দ্বারা আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। ফাটা ঠোঁটের সমস্যা নির্মূল হলে, মেক-আপ করার পর ফাটা ঠোঁট বিসদৃশ দেখাবে না।

বিটরুট- কামাল : প্রথমেই বলব বিটের কথা। বিট থেঁতো করে এর রস বের করে নিন। এর সঙ্গে দুধের সর মিশিয়ে নিয়মিত ফাটা ঠোঁটের উপর অ্যাপ্লাই করুন। এতে ঠোঁটে লালচে ভাব যেমন আসবে তেমনি শুষ্কতাও দূর হবে। ১০ মিনিট এটা ঠোঁটে মাসাজ করুন। বিটরুটের নিউট্রিয়েন্ট আর সরের ময়েশ্চারাইজিং এফেক্ট-- দুইয়ে মিলে ম্যাজিক টের পাবেন।

গ্রিন-টি-তে উপকার : গ্রিন-টির প্যাক একবার হালকা গরম জলে চুবিয়ে তুলে নিন। তারপর এই টি-ব্যাগ ঠোঁটের উপর বুলিয়ে নিন ভালো ভাবে। Cracked lips, বা ফাটা ঠোঁটের অব্যর্থ নিদান। গ্রিনটি-তে থাকে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্টস এবং ট্যানিন। এর ফলে ক্ষতও যেমন সারে তেমনি ঠোঁট হারানো মসৃণতাও ফেরত পায়।

গোলাপে শুশ্রূষা : ১/২ চামচ সরের সঙ্গে মিশিয়ে নিন ৪-৫ ফোঁটা মধু আর ৩-টে গোলাপের পাপড়ি। এমন ভাবে পাপড়িটা চটকে নিন, যাতে মসৃণ কাত্থ তৈরি হয়। এটা ঠোঁটে লাগালে, ঠোঁটের শুষ্কভাব দূর হয়ে ঠোঁটের নরমভাব ফিরে আসে।

ঠোঁট কালো হওয়ার কারণ

অনেকেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান, ঠোঁটের চামড়া টেনে ওঠান। এতে ঠোঁটের চামড়া ও ঠোঁটের নরম মাংসপেশিতে আঘাত লাগে। পরিণামে ঠোঁটে সঠিকভাবে প্রসাধনী বসতে চায় না, ঠোঁটে নানা রকম দাগ হয়ে যায়। অসাবধানতাবশত চামড়া বেশি উঠে গিয়ে ঘা পর্যন্ত হতে পারে। ঘা হয়ে গেলে আরও বেশি দাগ হয়ে যায়।
ঠোঁট দীর্ঘ সময় শুষ্ক থাকলে অনেকেই বারবার জিব দিয়ে ঠোট ভেজান। এমন অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের ঠোঁট তুলনামূলকভাবে কালচে হয় বেশি।
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঠোঁট কালো হয়।
শরীরে আয়রনের পরিমাণ খুব বেশি হলেও ঠোঁট কালচে হয়। আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ঠোঁট ফ্যাকাশে হয়ে যায়।
ধূমপান আর খুব বেশি চা-কফি খেলেও ঠোঁট কালো হতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...