এটা বিয়েবাড়ির মরশুম৷ নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার বাসনা সব নারীরই থাকে৷ এদিকে সময়াভাবে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া হয়ে ওঠে না৷ বিশেষ করে গৃহবধূরা সংসারের খুঁটিনাটি সামলাতে সামলাতে, সবার ভালোমন্দের দায়িত্ব নিতে নিতে- আর নিজের দিকে তাকানোরই ফুরসত পান না৷ এই পরিস্থিতিতে অনেকেই ভেবে পান না, কোন চটজলদি উপায়ে নিজেকে চাকচিক্যময় ও আকর্ষণীয় করে তুলবেন৷ Beauty care -এর রইল সমাধান, যা বাড়ি বসেই করে ফেলা সম্ভব৷এই Face pack লাগিয়ে নিমেষে ঝলমলিয়ে উঠবে ত্বক৷আপনি হয়ে উঠবেন লাবণ্যময়ী৷

হলুদ-চন্দনের ফেসপ্যাক

ভ্যানিলা আইসক্রিম আর চকোলেট সস যেমন রাজযোটক, চন্দন আর হলুদের জুটিও তেমনি অব্যর্থ৷ ত্বকে হলুদ ছোপ পড়া আটকাতে কস্তুরী হলুদই ব্যবহার করুন৷ স্বাভাবিক ও কম্বিনেশন ত্বকের জন্য হলুদগুঁড়ো আর চন্দনগুঁড়ো একসঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে ত্বকে লাগান৷ ত্বক শুষ্ক হলে গোলাপজলের বদলে ব্যবহার করুন দুধ৷ দেখুন একবার লাগানোতেই আপনার ত্বক কতটা উজ্জ্বল হয়ে উঠেছে!

গোলাপ গুঁড়োআমন্ড গুঁড়ো আর জাফরানের ফেসপ্যাক 

তিনটি গুঁড়োই গোলাপজল আর মধু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন৷ একটি দারুণ পুষ্টিকর ফেসপ্যাক তৈরি হয়ে যাবে৷ ত্বকের দাগছোপ, অসমান রং ঠিক করতে জুড়ি নেই এই প্যাকটির৷ এটি ব্যবহার করলে ত্বক নিমেষে আর্দ্রও লাগবে৷

লেবু মধুর ফেসপ্যাক

দুটো ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন, তাতে যোগ করুন দু’ চামচ মধু আর আধখানা লেবুর রস৷ এই প্যাকটি মুখের রোমছিদ্র সঙ্কুচিত করতে সাহায্য করে, মুখের ত্বক টানটান করে তোলে, মুখ উজ্জ্বল দেখায়৷ এই প্যাকটি লাগিয়ে ধুয়ে ফেলার পর আগে ময়শ্চারাইজ়ার মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর মেক-আপ করতে শুরু করুন৷

আমন্ড ফেস অ্যান্ড বডি স্ক্রাব

কয়েকটা আমন্ড কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন, তাতে খোসা ছাড়ানো সহজ হবে৷ তাড়াহুড়ো থাকলে জল গরম করে তাতে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন, তাতেও খোসা ঝটপট উঠে যাবে৷ টিশু পেপারে চেপে বাদামগুলো শুকনো করে নিন, তারপর পিষে গুঁড়ো করে নিন৷

এই আমন্ডগুঁড়ো দু-তিন চাচামচ মধু আর কয়েক চিমটি দারচিনিগুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন৷ এতে যোগ করুন আমন্ড, সিসেম বা নারকেলের মতো আপনার পছন্দসই যে কোনও তেল৷ মিশ্রণটায় একটা স্ক্রাব জেলের মতো ঘনত্ব আসবে৷ শুকনো মুখে এই স্ক্রাবটা লাগান, প্রয়োজনমতো জল মেশান৷ কয়েক মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন৷ ত্বকে বিন্দুমাত্র তেলতেলেভাব থাকবে না, বরং নরম উজ্জ্বল ত্বক পাবেন!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...