করোনার অতি-সংক্রমণের কারণে, আমরা উৎসব অনুষ্ঠানের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হয়েছি। যদি সত্যিই সেভাবে কোথাও গিয়ে মানে বিয়ে, পার্টি, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদিতে যোগদান করে আনন্দ উপভোগের সুযোগ আসে, তাহলে সেজেগুজে সবার সামনে নিজেকে মেলে ধরার ইচ্ছে হবেই। কিন্তু কীভাবে এবং কতটা কী Makeup নিলে আপনি সবার নজর কাড়তে পারবেন, সেই বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। মেক-আপ নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস যদি থাকে তাহলে ট্রাই করতে ক্ষতি কী?

চোখের মেক-আপেই নজর কাড়তে পারেন সকলের

মেক-আপ লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হলে, হোয়াইট আইলাইনার ব্যবহার করে দেখুন। মেক-আপ-এর এই নতুন সংযোজন আপনার লুক্স-এ কী পরিবর্তন আনবে? আই মেক-আপ-কে মুহূর্তের মধ্যে আকর্ষণীয় করে তুলতে পারে আইলাইনার। আই মেক-আপের বিকল্প আইলাইনার-এর থেকে ভালো কিছু হতে পারে না।

ব্ল্যাক থেকে শুরু করে পছন্দমতো সব রঙের আইলাইনার পাওয়া যায় এখন এবং প্রয়োজন অনুযাযী পছন্দ করে যে-কোনও রং-ই বেছে নেন ফ্যাশন সচেতন মহিলারা। কিন্তু হোয়াইট লাইনার ব্যবহার করতে অনেকেই দ্বিধা করেন কারণ তাদের মনে হয় সাদা রঙের লাইনার সৌন্দর্য বাড়াতে পারবে না বরং লুক নষ্ট করে দেবে। এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ হোয়াইট আইলাইনার চোখের সৌন্দর্য বাড়াবার সঙ্গে সঙ্গে আইব্রো বোন, ঠোঁট, নাক ইত্যাদি মুখের ফেসিয়াল কনটুরগুলিকেও হাইলাইট করতে সাহায্য করে।

অনুষ্ঠানে ড্রামাটিক লুকের জন্য সাদা ও কালো দুই রঙেরই আইলাইনার একসঙ্গে লাগাতে পারেন। চোখের উপরের অংশে মোটা করে কালো আইলাইনার লাগান এবং চাইলে উইংড স্টাইল করুন। এর উপর দিয়ে সাদা আইলাইনারের রেখা টানুন। অনেকেই নুড মেক-আপ করতে পছন্দ করেন। দিনের বেলার যে-কোনও অনুষ্ঠানে নুড মেক-আপ দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে সাদা আইলাইনার ব্যবহার করুন। এতে চোখ দেখতে বড় লাগবে এবং একটা স্মার্ট লুকও আসবে। তবে এর সঙ্গে মাস্কারা অবশ্যই লাগাবেন নয়তো সাজটা আপনার মাটি হয়ে যেতে পারে। হোয়াইট আইলাইনার ব্যবহারের আর একটি ভালো উদাহরণ হল চোখের কর্নারে এটির ব্যবহার। চোখের ইনার কর্নার যাতে স্পষ্ট বুঝতে পারা যায় সেজন্য অনেকেই মেক-আপ শেষ করে চোখের এই অংশে হাইলাইটার লাগান। এতে চোখ বেশ বড় আর টানা টানা দেখতে লাগে। আপনি হাইলাইটারের বদলে সাদা আইলাইনারও ব্যবহার করতে পারেন। এটি লাগানোর পর আইশ্যাডো ব্রাশ দিয়ে একটু স্মাজ করে দিন এবং ভালো করে মেক-আপ ব্লেনড করুন কৃত্রিম লুক এড়াবার জন্য।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...