নিয়মিত কিছু নিয়ম মেনে চলুন

চোখের সৌন্দর্যের জন্য প্রথমেই নজর দিন ভুরুর উপর। নিয়মিত ভুরু শেপ করানো একান্ত দরকার। এছাড়াও চোখের আশেপাশের ডার্ক সার্কেল থাকলে চোখ দেখতে ছোট ও ক্লান্ত লাগে। তাই মেক-আপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢেকে নিন। কালি পড়া চোখে কাজল লাগালে চোখে ক্লান্তির ভাব আরও বেশি ফুটে উঠবে। চোখের কোলের ফোলা ভাব কমাতে মাঝে মাঝেই চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। পর্যাপ্ত ঘুম এক্ষেত্রে খুবই কার্যকরী। নিয়মিত চোখের ব্যায়াম করুন আর ডায়েটে নুনের পরিমাণ কম রাখুন। ক্লান্তি দূর করতে চোখের উপর, ঠাণ্ডা টি ব্যাগ রাখলে উপকার পাবেন।

চোখের মাসাজ জরুরি 

চোখের Beauty বাড়াতে চোখের মাসাজ অত্যন্ত প্রয়োজনীয়। নিজের তর্জনী চোখের ভুরুর বাইরের দিকে রাখুন। এরপর ভুরুর উপরে এবং চোখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ৫মিনিট মাসাজ করুন। ঠিক এইভাবেই বিপরীত দিক থেকেও ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন একই সময় নিয়ে। রোজ সকালে উঠে এই মাসাজটি করলে চোখ হয়ে উঠবে সুন্দর এবং আকর্ষণীয় আর দেখতেও বড় লাগবে।

চোখের মেক-আপ 

চোখের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে মেক-আপের একটা বড় ভূমিকা রয়েছে। চোখের মেক-আপ করার সময় আই প্রাইমার, হাইলাইটার, মাসকারা ইত্যাদি সাধারণত ব্যবহার করে থাকি। চোখের মেক-আপ করার আগে আই প্রাইমার অবশ্যই লাগান। এতে চোখে আই শ্যাডো লাগালে সেটা দীর্ঘক্ষণ খারাপ হবে না এবং রং-টাও বেশি গাঢ় হয়ে ফুটবে। এটি চোখের পাতার ত্বক কোমল রাখতে সাহায্য করবে। আইলাইনার লাগাবার সময় খেয়াল রাখবেন পুরো চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না এবং চোখের কোণ পর্যন্ত টানবেন না। চোখের নীচের পাতায় মোটা করে কাজলের উপর আইল্যাশের ভিতর দিয়ে নুড আইপেনসিল দিয়ে লাইন টানুন। এছাড়াও ভুরু এবং চোখের পাতার মধ্যেকার অংশে হাইলাইটার লাগালেও চোখের সুন্দর শেপ আসবে। দুই থেকে তিন কোট মাসকারা লাগান, চাইলে নকল আইল্যাশও লাগাতে পারেন তবে লুকটা যেন ন্যাচারাল হয়। মাসকারা-ও চোখের সৌন্দর্য বাড়াতে খুবই কার্যকরী। উপরের এবং নীচের পাতায় দুদিকেই লাগাতে পারেন। আপনার চোখ যদি বাদামের শেপ-এর না হয় তাহলে কাজল পেনসিল ভুলেও ব্যবহার করবেন না কারণ এতে আপনার চোখ আরও ছোটো মনে হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...