মণ্ডপে সেরা সুন্দরী এবার আপনিই হতে পারেন টিপসগুলি ফলো করে। দেরি না করে লেগে পড়ুন উৎসবে কী ভাবে নিজেকে present করবেন তারই জোগাড়ে।

  • শারদ শপিং-এ একটা ক্লাসিক Blue-Jeans অবশ্যই কিনুন, গোটা দুয়েক সাদা কুর্তি আর একটা বেসিক জ্যাকেট। যে-কোনও পোশাকের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্যাজুয়াল সাজে চটক আনুন।
  • নতুন জুতো কিনলেও প্লিজ সেটা প্যান্ডাল হপিং-এর সময় পরার কথা ভাববেন না। জুতোর কালেকশনে চিরাচরিত একটি রাজস্থানি বা কোলাপুরি চটি রাখুন। ভারতীয় পোশাকের সঙ্গে এটির অতুলনীয় জুটি।
  • লিপস্টিক স্মাজ করে গেলে বা দাঁতে লেগে গেলে অত্যন্ত খারাপ দেখায়। টোটকা হল, মুখটাকে ইংরেজি বর্ণমালা ‘ও'-এর মতো করে নেওয়া। এবার একটি আঙুলে টিসু পেপার জড়িয়ে আঙুলটাকে মুখে পুরে, ঠোঁটের অতিরিক্ত রং টিশু পেপারের সাহায্যে তুলে ফেলা।
  • রেজার ব্যবহার করার সময় ব্লেড নিয়মিত বদলান, না হলে ত্বকে কালো ছোপ এড়াতে পারবেন না।
  • দিনের বেলায় মণ্ডপে যাওয়ার আগে অতি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ মেক-আপ ব্যবহার করাই শ্রেয়, যাতে ঘামে তা ধুয়ে কিম্ভূত-কিমাকার চেহারা না ধারণ করে ।
  • শ্যাম্পুর পর চুলে এক্সট্রা শাইন আনতে স্নানের সময় এক কাপ জলে দুই টেবল চামচ ভিনিগার ও অর্ধেক লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন।
  • আপনার গলা যদি একটু চাপা ধরনের হয়, চাইনিজ কলার বা এয়ারহোস্টেস কলার এড়িয়ে চলুন। বরং ডিপ নেকলাইনের পোশাক বা ব্লাউজ পরুন। সঙ্গে গলা চাপা নেকলেস-এর পরিবর্তে লম্বা ঝুলের হার পরুন।
  • মেক-আপ প্যালেট-এ যতটা সম্ভব ন্যাচারাল রঙের ব্যবহার করুন। অতিরিক্ত রংচঙে সাজ দিনের বেলায় বেমানান। বরং গাঢ় রঙের আইশ্যাডো বা লিপস্টিক থাক রাতের সাজের জন্য।
  • ব্রাউন ব্লাশার যদি ব্যবহার করতেই হয়, তা কেবল গালের ফোলা অংশটুকুতেই ব্যবহার করুন, গোটা মুখে নয়।

মনে রাখবেন, ডিওডরেন্ট স্প্রে করার সময় ত্বকে ভেজাভাব থাকতে থাকতেই করুন। এতে ডিওডরেন্ট-এর সুগন্ধ বেশিক্ষণ বজায় থাকবে। সব মিলিয়ে প্রিয়জনসহ উৎসব উপভোগ করুন প্রাণ খুলে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...