উৎসবের মরশুমে সবাই বাড়ি সাজাতে পছন্দ করেন। এই সময়ে বাড়ি ছাড়াও পুরুষ-মহিলা নির্বিশেষে নতুন চেহারা, পোশাক, চুল এবং মেক-আপ ঠিকঠাক করার চেষ্টা করেন। এজন্য পার্লারে গিয়েও নিজেদের চেহারা বদলাতে দ্বিধা করেন না। গত ৩৫ বছর ধরে এই পেশায় থাকা গোদরেজ প্রফেশনাল-এর এডুকেশন অ্যাম্বাসেডর আশা হরিহরন বলেন, আজকের মহিলারা বিভিন্ন Hair Style পছন্দ করেন।

১. ত্বকের টোন অনুযায়ী রং

ত্বকের টোন অনুযায়ী চুল রং করা পরনের পোশাককে আরও স্টাইলিস্ট করে তোলে। লোকেরা ট্রেন্ডি এবং নন-ট্রেন্ডি রং পছন্দ করেন। ময়ূরকণ্ঠী নীল রং এমন মহিলাদের পছন্দ যারা খুব হাসিখুসি, ফানলাভিং এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং এই রং তাদের জন্য উপযুক্তও বটে। এতে কানের নীচে ভাইব্রেনট রং এবং এর উপরে গাঢ় রং ব্যবহার করা হয়।

২. এই চুলের রং অফিসের জন্য পারফেক্ট

কর্মরতা মহিলাদের জন্য সেরা চুলের রং হল বাদামি। অফিসে ফর্মাল লুক পছন্দ করা হয়, তবে উৎসব বা পার্টিতে ফানলাভিং মহিলাদের জন্যও এটি একটি ভালো রং। দ্বিতীয়ত এটি ভারতীয়দের চুলের জন্য খুব ভালো, কারণ আমাদের ত্বকের টোন সাধারণত হালকা এবং মাঝারি হয়। ব্রাউনেরও বিভিন্ন শেড রয়েছে, যেমন কফি ব্রাউন, অ্যাশ ব্রাউন, পার্পল ব্রাউন প্রভৃতি। এর জনপ্রিয়তার কারণ ফ্যাশনে রেট্রো লুক নিয়ে আসা।

৩. ব্যক্তিত্ব-ভিত্তিক রং

চুলের রং একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর ভিত্তি করে যদি করা হয়, তাহলে এটি সেই ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে। আশা জানিয়েছেন যে তিনি এখন এখানেও Blond Hair Colour নিয়ে কাজ করছেন। এটি পশ্চিমের দেশগুলিতে খুব জনপ্রিয়। যারা চুল রং করার পেশায় আছেন তারাই  হাই লাইট কালার করার কাজ করেন। এছাড়াও Blond Hair Colour-এর অনেক রং রয়েছে।    উদাহরণস্বরূপ, Ash Blond Hair Colour-এর রুপোলী টোন বেশি থাকে, প্ল্যাটিনাম Blond Hair Colour হয় লাইট শেডের, ভ্যানিলা Blond Hair Colour-এ ক্রিম রঙের Blond রয়েছে, Gold Blond Colour-এর সোনালি আভা রয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...