দূষণ , ধুলো , ধোঁওয়ার সঙ্গে যুঝতে যুঝতে চুল হয়ে পড়ে প্রাণহীন৷ এই অবস্থায় চুলের জৌলুষ ফেরাতে প্রয়োজন কিছু বাড়তি যত্নের, যা আপনার চুলের নানা সমস্যায় সমাধানের পথ করে দেবে৷ চুলের শুষ্কতা কিংবা ডগা ফেটে যাওয়ার সমস্যা দূর করবে৷চুল পড়া থামাবে৷ নতুন চুল গজাতেও সুফলদায়ী হবে৷সমাধান দিচ্ছি আমরা।

দিন বদলালেও লম্বা ঘন চুলের ক্রেজ কখনও ফুরোয় না। কিন্তু সমস্যা হল লম্বা চুল মেনটেইন করা। নিত্যদিনের দৌড়ঝাঁপ, দূষণ, ঘাম, নোংরা সবই চুলের জন্য ড্যামেজিং। তার উপর আমরা এখন প্রাকৃতিক উপাদানের বদলে কেমিক্যাল প্রোডাক্টস দিয়ে Hair care -এর কথা ভাবি। এতে আখেরে ক্ষতি বাড়ে। চুলের ন্যাচারাল বিউটি, নরম ভাব, ঔজ্জ্বল্য-- সবই আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। সুতরাং সময় থাকতে সচেতন হয়ে উঠুন। বেসিক জিনিস অর্থাৎ শ্যাম্পুটা এমন বাছুন যাতে প্রাকৃতিক উপাদান রয়েছে। জেনে নিন কী উপাদান থাকলে তা চুলের জন্য উপকারী।

best shampoo for hair

গ্রিন অ্যাপেল : Green apple for hair care, এখন বিশেষজ্ঞদের পরামর্শের অঙ্গ৷ গ্রিন অ্যাপেলে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, আয়রন প্রভৃতি। গ্রিন অ্যাপেল খেলেও শরীরে যেমন প্রচুর উপকার মেলে, ঠিক তেমনই এই উপাদান যদি শ্যাম্পুতে থাকে, এতে চুল হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল। গ্রিন অ্যাপেল এক্সট্র্যাক্ট আপনার মাথার স্ক্যাল্প পরিষ্কার করে দেয়। তাছাড়া এই এক্সট্র্যাক্ট-এ থাকা নিউট্রিয়েন্ট, চুলের বাড়তি তেল শুষে নেয় এবং চুল ফ্রেশ হয়ে ওঠে। এতে চুল ময়েচারাইজ করারও কিছু তত্ত্ব থাকে, যার ফলে ড্যামেজ হওয়া চুল মেরামত হতে পারে। চুলে বাড়তি ভলিউম ও শাইন এনে দেয় গ্রিন অ্যাপেল-যুক্ত শ্যাম্পু।

অ্যালোভেরা : অ্যালোভেরায় আছে প্রোটোলিটিক, এনজাইমস যা স্ক্যাল্পের মৃত কোশ ঝরাতে সাহায্য করে। এছাড়া মাথার ত্বকে, চুলের গোড়ায় জমে থাকা ড্যানড্রাফ ও চুলকানি সারাতেও অব্যর্থ। অনেকে অ্যালোভেরাকে বেস্ট কন্ডিশনার-এর আখ্যাও দিয়ে থাকেন। Aloe vera for hair repair, তাই প্রমাণিত এক নিরাময়৷ অনেক সময়ই অতিরিক্ত কেমক্যাল-যুক্ত প্রোডাক্ট ব্যবহারে চুলে যে-শুষ্কভাব চলে আসে, তা নিরাময়ের একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায় অ্যালোভেরা। চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে দিয়ে নরম মোলায়েম করে তোলে এই প্রাকৃতিক উপাদানটি। এতে ফলিক অ্যাসিড আর ভিটামিন বি-১২ থাকার ফলে চুল পড়াও বন্ধ হয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...