নিজের মন ভালো করে তুলতে রূপচর্চায় দোষ কী? চুল এবং ত্বকের যত্ন সৌন্দর্য ধরে রাখার এটা হল প্রথম ধাপ। কিন্তু পার্লার বা স্যালনে যাওয়ার সাহস না হলেও বাড়িতেই শুরু করে দিন চুলের যত্ন। চুলের ঔজ্জ্বল্য মসৃণতা সব হারিয়ে গেছে? চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়েছে। তাহলে চলুন কয়েটি স্টেপে চুলের স্পা Hair Spa করার পদ্ধতিটি জেনে নেওয়া যাক।
করণীয় কী?
প্রথম স্টেপ - প্রথমেই চুলের লেংথ অনুযাযী একটি পাত্রে নারকেল তেল নিন। এর মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি হালকা গরম করে স্ক্যাল্পে ১০ মিনিট মতো মাসাজ করুন। বাকি তেলটা চুলের পুরো লেংথ-এ লাগিয়ে নিন। এই পুরো প্রক্রিয়াটি করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার চুল যেন পরিষ্কার থাকে। প্রযোজন হলে প্রথমেই শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। নারকেল তেল আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং চুলের গ্রোথ-ও বাড়ায়। টি-ট্রি অয়েল চুলের নানা সমস্যা দূর করে চুলকে রাখে হেলদি।
দ্বিতীয় স্টেপ - চুলে অয়েলিং হয়ে যাওয়ার পর জরুরি হচ্ছে স্টিম নেওয়া। জল গরম করে তাতে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে নিন। এবার তোয়ালে ভালো করে নিংড়ে নিয়ে এক্সট্রা জল ফেলে দিন এবং গরম তোয়ালে ৫ থেকে ১০ মিনিট চুল সমেত মাথায় জড়িয়ে রাখুন।
তৃতীয় স্টেপ - স্টিম নেওয়ার পর দরকার হবে মাস্ক-এর। মাস্ক বানাবার জন্য এক বাটি দই নিন। এর সঙ্গে 3 থেকে 4 চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। চুলটাকে অনেকগুলি সেকশনে ভাগ করে মধু মিশ্রিত দই-টা সারা চুলে ভালো করে লাগিয়ে নিন। দই চুলকে সিল্কি বানায়। এতে রয়েছে ভিটামিন-‘ডি’। খুশকি নির্মূল করতেও দই খুবই প্রযোজনীয় উপাদান। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টস, যা আমাদের চুলের ভঙ্গুরতা রোধ করে। মাস্ক লাগাবার পর হালকা করে মাথায় মাসাজ করুন। খোঁপা করে রাখুন। পলিথিন বা বাথ ক্যাপ ব্যবহার করে মাথাটা ঢেকে রাখুন। এভাবে অন্তত 30 মিনিট রেখে দিন।