দ্যুতিহীন ম্যাড়মেড়ে ত্বকে প্রাণ ফেরাতে চান? তাহলে সমাধান এখন আপনার হাতের মুঠোয়। হাইড্রেশনের অভাবে মলিন ত্বকে জীবন ফিরিয়ে দেয় এক বিশেষ ফেসিয়াল, যার নাম হাইড্রোমিস্ট ফেসিয়াল।

কী এই হাইড্রোমিস্ট ফেসিয়াল?

এই বিশেষ ফেসিয়ালে ব্যবহার করা হয় দুধরনের জল। একটি মিনারেল বেসড অ্যান্টি অক্সিড্যান্ট-যুক্ত অ্যালকালইন ওয়াটার। অন্যটি হাইড্রোজেন ওয়াটার৷ আর ফেসিয়াল করার সময় ব্যবহার করা হয় হাইড্রেটেড ন্যাচারাল ক্লিনজার, এক্সফলিয়েটর, নারিশার এবং ফেস মাস্ক।

স্টেপ : স্প্রে বটলের সাহায্যে ত্বককে অ্যাকালাইন ওয়াটার মিস্ট দিয়ে ভালো ভাবে ভিজিয়ে নিন। এবার ১/৪ চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে ১/২ চা চামচ কোকোনাট মিল্ক মিশিয়ে মুখে গলায় প্রলেপ দিয়ে নিন। মিনিট খানেক রেখে, অল্প গরম অ্যালকালাইন ওয়াটার মিস্ট দিয়ে মাসাজ করে নিন।

স্টেপ : ১চা চামচ পাপায়া এক্সট্র্যাক্ট, ১/২ চা চামচ গ্রিন টি পাউডার, ১ চিমটে কর্পূর ও প্রয়োজনমতো অ্যালকালাইন ওয়াটার মিশিয়ে, গোটা মুখে লাগিয়ে নিন। একই পদ্ধতিতে অ্যালকালাইন ওয়াটার মিস্ট দিয়ে মাসাজ করুন।

স্টেপ : ১ চামচ শিয়া বাটার বা অ্যাভোকাডো বাটার, ১ চামচ শসার রস, প্রয়োজনমতো হাইড্রোজেন ওয়াটারের সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ তৈরি করুন। এটা ত্বকে বুলিয়ে ৭-১০ মিনিট রেখে দিন। এরপর হালকা হাতে মাসাজ করুন।

স্টেপ : ঠান্ডা হাইড্রোজেন ওয়াটার তুলোয় করে নিয়ে ত্বকের উপর থুপে থুপে লাগান। এর ঠিক মিনিট খানেক পরেই মাস্ক ব্যবহার করার নিয়ম।

স্টেপ : ১ চা চামচ আপেলের পেস্ট, ১ চামচ কেওলিন ক্লে, ১/২ চামচ গাঢ় মধু, ১ চা চামচ আখের রস, অল্প হাইড্রোজেন ওয়াটার, একসঙ্গে মিশিয়ে এই মাস্ক তৈরি করুন এবং মিনিট দশেক মুখে এই মাস্ক থাকতে দিন। এরপর ঈষদুষ্ণ হাইড্রো মিস্ট স্প্রে ব্যবহার করুন মাসাজ করে প্যাক তুলে ফেলতে।

স্টেপ : প্যাক উঠে যাওয়ার পর ঠান্ডা অ্যালকালাইন ওয়াটার মিস্ট স্প্রে করে দুমিনিট রেখে দিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...