মেক-আপ করার সময় অত্যন্ত সতর্কভাবেই তা করা উচিত। না হলে আপনার ত্বক ও সৌন্দর্যকে বড়োসড়ো মাশুল দিতে হতে পারে। সতর্কতার পাশাপাশি প্রয়োজন সেন্স অফ হাইজিন। তাহলেই নিজেকে সুস্থ ও সুন্দর রাখা যাবে। অনেকেই চিরুনি, লিপস্টিক, মাসকারা, কাজল, ব্লাশার, ফাউন্ডেশন, আইশ্যাডো প্রভৃতি প্রসাধন সামগ্রী শেয়ার করেন। এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। এই ছোটো ছোটো বদভ্যাস, যা প্রায়শই আমরা গুরুত্ব দিতে চাই না, একসময় বড়ো আকার ধারণ করে এবং চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়।

স্যাঁতসেঁতে ভাব এড়িয়ে চলুন

মেকআপ ব্রাশ বা পাউডার পাফ-এ ভেজাভাব থাকলেই সেখানে জীবাণু সংক্রমণ হতে বাধ্য। আপনার বিউটি বক্স-এর প্রত্যেকটা কৌটো বা শিশি ভালোভাবে বন্ধ করুন। প্রসাধনীর মধ্যে ময়েশ্চার ঢুকে গেলে ভেতরে ভেতরে তাতে জীবাণু জন্ম নেয়। এর থেকে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই ময়েশ্চার ঢুকে গেছে এমন প্রসাধনী ব্যবহার করবেন না।

বিউটি বক্স-এর পরিচ্ছন্নতা

বিউটি বক্স-টি শুধু আপনার প্রয়োজনে ব্যবহার করার জন্যই রাখবেন না। মাঝেমধ্যে এটার পরিচ্ছন্নতার দিকেও নজর দিন। সপ্তাহে একবার করে এটা পরিষ্কার করা জরুরি। বিশেষ করে ব্রাশগুলি। ডিটারজেন্ট ও জলে ব্রাশ ধুয়ে, ভালো ভাবে মুছে, রোদে শুকিয়ে তবে তুলুন। ব্রাশের ব্রিস্টল ভেঙে গেলে, নতুন ব্রাশ ব্যবহার করা শুরু করুন। মাঝেমধ্যেই ব্রাশ বদলানো দরকার। ব্রাশ থেকে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকে। তাই প্রথম থেকেই সতর্ক হোন।

স্পঞ্জ-এর ব্যাপারে সজাগ হোন

প্রসাধন করার জন্য স্পঞ্জ একটি অত্যন্ত জরুরি উপকরণ। কিন্তু কিছুদিন অন্তর অন্তর পুরোনো স্পঞ্জ বদলে নেওয়াও দরকার। স্পঞ্জ-এর পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কম্প্যাক্ট-এর জন্য ব্যবহৃৎ স্পঞ্জ, পাউডার পাফ-এর বিকল্প। মুখের ত্বকের ময়লা অনেকসময় স্পঞ্জের উপর জমে থাকে। এর থেকে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়ার ভয় থাকে। স্পঞ্জ ধুয়ে ব্যবহার করতে চাইলে রোদে ভালো করে শুকিয়ে নিন।

মুখ পরিষ্কারের বিষয়ে

ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের অন্যান্য রোগের থেকে বাঁচতে হলে ত্বকের গভীর পরিচর্যার প্রয়োজন। আপনার ত্বক নর্মাল হোক বা তৈলাক্ত, কোল্ড ওয়াইপ করা একান্ত আবশ্যক। রাতে বাড়ি ফিরে ঠান্ডা জলে টিশু ডুবিয়ে, মুখ মুছে নিন। এর দ্বারা মুখের মেক-আপের সঙ্গে সঙ্গে পোরস্গুলিও পরিষ্কার হয়ে যাবে। আপনার ত্বক শুষ্ক হলে, রোজ ময়েশ্চারাইজার-যুক্ত ক্লিনজার ব্যবহার করুন। ত্বকের ওপেন পোরস্-এর কারণে এতে তেল ময়লা জমে, ব্রণ হতে পারে। তাই রোমছিদ্রগুলি কোল্ড ওয়াইপ-এর সাহায্যে পরিচ্ছন্ন রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...