পুরোনো আর নতুনের আশ্চর্য মিশেলে গড়়া এই কলকাতা, আধুনিকতার সঙ্গে বরাবর মিশিয়ে এসেছে ঐতিহ্য। ‘স্পা’-এর দুনিয়াকে কলকাতায় প্রথম যারা নিয়ে এসেছিল, তারাই কিন্তু ঠিক একই ভাবেই আধুনিকতার ছোঁয়া দিতে, সম্পূর্ণ নতুন কনসেপ্ট-এর সঙ্গে মিশিয়ে দিয়েছে চিরাচরিত ‘ভালো থাকা’-র ভাবনাকে। নিজের প্রতি আরও একটু নজর দেওয়া, সাজিয়ে-গুছিয়ে নেওয়া, নিজেকে নতুন করে ভালোবাসা– ব্যস! এ যেন অনেকটা সেই, ‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণেক্ষণ।’ স্পা-এর জগতে নিজেকে হারিয়ে ফেলা, শুধুই আবার নতুন করে নিজেকে খুঁজে নিতে।

এখন স্পা সেন্টার-গুলিতে সব ধরনের স্পা ট্রিটমেন্ট হয়। হ্যান্ড স্পা, নেল স্পা, বডি স্পা, হেয়ার স্পা প্রভৃতি ক্ষেত্রে এই সৌন্দর্যশালাগুলি দক্ষতার সঙ্গেই কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে।

আসলে আমরা সকলেই নিজেদের সুন্দর করে তুলতে চাই, শুধু প্রিয়জনের চোখেই নয়, নিজের চোখেও। অথচ প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজের ততটা যত্ন নিতে পারি না। তার উপর শরীরের সমস্যা, অসুখবিসুখ, পলিউশন ইত্যাদি রোজই নতুন করে ছাপ ফেলছে আমাদের চেহারায়। বিশেষকরে আমরা এখন খুব বেশি করে ভুগছি চুলের সমস্যায়। স্পা-এর অর্থ হল, লাইন অফ ট্রিটমেন্ট অর্থাৎ ধারাবাহিক চিকিৎসা। স্পা-এর ধারাণাটি এসেছে রোম থেকে। যুদ্ধে বিধবস্ত রোমান সৈন্যদের জল এবং জড়িবুটি ব্যবহারে ফ্রেশনেস এনে দেওয়ার ভাবনাই আধুনিককালে স্পা হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাড়িতে স্নান করাও কিন্তু একরকম স্পা থেরাপি। আসলে জলের থেকে বেশি উপযোগী উপাদান প্রকৃতিতে আর কিছুই নেই।

হেয়ার স্পা প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই চুলের তিনটি ধরন সম্পর্কে কথা বলা দরকার। সুস্থ চুল, অসুস্থ চুল এবং মৃত্যুরোগে আক্রান্ত চুল। ক্লায়েন্ট এবং থেরাপিস্টদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই একটা বিষয়ে বিতর্ক দেখা যায়। থেরাপিস্টরা বলে, আপনার মাথার এই অংশ থেকে নতুন চুল গজিয়েছে। আর ক্লায়েন্ট বলে না, নতুন কোনও চুল গজায়নি। এতদিন পর্যন্ত নতুন চুল গজিয়েছে না গজায়নি তা বিচার করার সেই অর্থে কোনও মানদন্ড ছিল না। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে এখন এমন একটি মেশিন তৈরি হয়েছে যা বলে দেবে (ক্যামেরার চোখে) কতগুলি চুল নিয়ে আপনি চিকিৎসা শুরু করলেন এবং তার ফলে কতটা উন্নতি হল। মৃত্যুর পরে মানুষকে যেমন নতুন করে বাঁচিয়ে তোলা যায় না, তেমনই মরা চুলের গোড়া থেকে নতুন করে চুল গজানো সম্ভব নয়। তবে অবশ্যই দরকার চুলের সঠিক যত্ন। আর স্পা মানে শুধুই প্রোডাক্ট নয় কিছু অত্যাধুনিক মেশিনও ব্যবহার করা হয়, যেমন, হেয়ার হ্যামার, হেয়ার স্টিমুলেটর প্রভৃতি। এতে সুস্থ চুলে পরিচর্যা যেমন হয়, তেমনই অসুস্থ চুল পুনরায় সুস্থ হয়ে উঠতে পারে এবং মৃত্যুরোগে আক্রান্ত চুল চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...