যে-কোনও মরশুমেই ত্বক ময়েশ্চারাইজ করাটা একান্ত জরুরি যাতে ত্বক ভিতর থেকে হাইড্রেটেড থাকে। অনেক ক্ষেত্রেই আমরা ত্বককে বেশি হাইড্রেট করার চাহিদায়, Skin-কে ওভার ময়েশ্চরাইজ করা শুরু করি। এর ফলে ত্বকের নিজস্ব ময়েশ্চার তৈরির কাজ ব্যাহত হয়।

ত্বক দরকারের বেশি ময়েশ্চারাইজ করলে কী কী ক্ষতি হতে পারে -

প্যাচি স্কিন

ত্বক নরম এবং মোলায়েম রাখতে সকলেই চান। কিন্তু না জেনে এমন কিছু ভুল আমরা করি, যার কারণে ত্বকে ডেড স্কিন সেলস জমা হয় আর ত্বক রুক্ষ হয়ে পড়ে। ত্বকে হাত দিলেই রুক্ষতা প্রকাশ পায় এবং এতে সৌন্দর্যও স্বভাবিক ভাবে ব্যাহত হয়। ত্বকে বেশি করে ময়েশ্চারাইজার লাগানোও এর আর একটা কারণ। এতে স্কিন রিনিউয়াল প্রসেস স্লো হয়ে যায় যার ফলে ত্বক অকাল বার্ধক্যের শিকার হয়। ত্বকে ফুসকুড়ি, চুলকানি বাড়তে থাকে যেটা সময়মতো কন্ট্রোল করা একান্ত প্রয়োজন।

ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে

মেক-আপের থেকে মানুষের স্বাভাবিক সৌন্দর্যের আকর্ষণ অনেক বেশি। তাই Skin-এ প্রয়োজনের বেশি ময়েশ্চারাইজার লাগালে ত্বক ভিতর থেকে শুষ্ক হয়ে পড়ে এবং ত্বকের স্বাভাবিক সৌন্দর্য কমতে থাকে।

ত্বক এই অবস্থায় মেক-আপ উপকরণ ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে না এবং ত্বক প্যাচি দেখতে লাগে। ত্বকের ন্যাচারাল বিউটি বজায় রাখতে ভালো কোয়ালিটির এবং অল্প পরিমাণে ময়েশ্চারাইজার লাগাবার প্রয়োজন পড়ে। এর ফলে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যও প্রকাশ পেতে পারে।

চিটচিটে ময়েশ্চারাইজারের ব্যবহার নয়

ত্বক ময়েশ্চারাইজ করার অর্থ ত্বকে গ্রিজি, স্টিকি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা নয়। এই ধরনের প্রোডাক্ট ত্বক সহজে অ্যাবজর্ব করতে পারে না ফলে ত্বকের উপরের পরতে এটি জমা হতে থাকে। পোরস বন্ধ হয়ে যায় এবং চিটচিটে ত্বকে ধুলোময়লা খুব সহজে জমা হয়। এতে ত্বকে অ্যাকনে, র‍্যাশ, অ্যালার্জি ইত্যাদির সমস্যা দেখা দেয়। সুতরাং ময়েশ্চারাইজার বাছার সময় ত্বকের ধরন অনুযায়ী কেনা বাঞ্ছনীয় এবং এটাও দেখা দরকার যে, প্রোডাক্টটিতে এমন কোনও উপাদান যেন না থাকে, যা Skin-কে ইরিটেট করতে পারে। দিনের বেলা হালকা ময়েশ্চারাইজার লাগান এবং রাত্রে জেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এছাড়াও বিশেষ করে ভিটামিন সি-যুক্ত সিরাম ব্যবহার করুন সারাদিনে অন্তত তিন-চারবার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...