আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ। তাই শীতকালীন আবহাওয়ায় মানুষ নিতে পারে কিছুটা স্বস্তির নিশ্বাস। শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর মন হয়ে ওঠে চনমনে।
অথচ এই সময়ে বাতাসে আর্দ্রতার অভাবে পরিবেশ হয়ে ওঠে শুষ্ক যার সরাসরি প্রভাব পড়ে মানব শরীরে, বিশেষত ত্বকের উপরে। সুতরাং শীতকালে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে দরকার, ত্বকের বিশেষ যত্ন নেওয়ার।
তবে ত্বকের ফ্রেশ লুক ধরে রাখতে পার্লার যাওয়ার প্রয়োজন কিন্তু সবসময় পড়ে না। বাড়িতে থেকেই সব কাজকর্ম করেও ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখা সম্ভব। এর জন্য বিশেষ অর্থব্যয়েরও কোনও প্রয়োজন পড়বে না। এগুলি ব্যবহার করেই ধরে রাখতে পারবেন ত্বকের গ্লো। আগে আপনাকে জানতে হবে এর মধ্যে কোন ফেস মাস্কটি আপনার জন্য প্রযোজ্য।
হানি পোশান রিনিউয়িং Face Mask
যাদের ত্বক শুষ্ক, ড্রাই তাদের জেনে রাখা ভালো এই ফেস মাস্কটি তাদের ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। এতে থাকে হাইড্রেশন প্রপার্টিজ। মধু মিশ্রিত এই মাস্কটি অ্যান্টিঅক্সিড্যান্ট-এ ভরপুর। ফলে এটি লাগাবার কিছুক্ষণের মধ্যেই ত্বক হয়ে উঠবে সফ্ট।
এছাড়াও মাস্কটিতে ভিটামিন বি থাকার ফলে মুহূর্তেই ত্বকে এনে দেয় ইনস্ট্যান্ট গ্লো। সুতরাং হাইড্রেটেড, অ্যান্টিঅক্সিড্যান্ট ফেস মাস্কটি ব্যবহার করে পেতে পারবেন গ্লোয়িং কমপ্লেকশন। এটাও জেনে রাখা বাঞ্ছনীয় যে, মাস্কটি সম্পূর্ণ ভাবে ক্রুয়েলটি ফ্রি।
ব্যবহারের নিয়ম: মাস্কটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা করে সারা মুখে মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে ত্বকের গ্লো ফিরে পাবেন। শীতকালে যে-কোনও অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মাস্কটি অনায়াসেই লাগিয়ে ফেলতে পারবেন এবং মুহূর্তেই পাবেন প্রতিক্ষীত ফলাফল। সবথেকে সুবিধাজনক হল, অনলাইন বা অফলাইনে নিজের সুবিধামতো সর্বত্রই এটি পেয়ে যাবেন।
গ্রেপফ্রুট হাইড্রোজেল মাস্ক
কারও ত্বকে যদি অ্যাকনে বা ব্রণর সমস্যা থেকে থাকে এবং কোনও প্রোডাক্ট ত্বকে ব্যবহার করতে আপনার দ্বিধা থেকে থাকে তাহলে এক কথায় বলা চলে গ্রেপফুট হাইড্রোজেল Face Mask-টি নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারেন। ব্রণ এবং অ্যাকনের সমস্যা যাদের আছে তাদের অসুবিধার কথা মাথায় রেখেই এই মাস্কটি বাজারে আনা হয়েছে। মাস্কটিতে রয়েছে আঙুর বীজের এক্সট্র্যাক্ট, যা কিনা ত্বককে রিফ্রেশ করতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ভিটামিন সি-এর গুণাগুণ ত্বককে উজ্জ্বল করে তুলতে যেমন সাহায্য করে, তেমনি অ্যাকনে ব্রণ রোধ করতেও সহায়তা করে। ব্রণর কারণে হওয়া ত্বকের দাগও হালকা করতে সাহায্য করে গ্রেপফ্রুট মাস্কটি। বাড়িতে বসেই মাস্কটি ব্যবহার করে আপনি পেতে পারবেন পার্লারের মতো এফেক্ট।