বিয়ের পরে, নববধূ চায় নিজের সৌন্দর্য বজায় রাখতে। তার স্বামীর জন্য বা যে আত্মীয়রা বাড়িতে আসছেন তাদের জন্য নিজেকে সব দিক দিয়ে প্রস্তুত রাখার প্রয়োজন বোধ করে সে। বিয়ের পরেই নববধূর পার্লারে যাওয়া অনেক সময়েই সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ঘরে বসে কীভাবে মেক-আপ করবেন, নতুন বিবাহিতার তা জেনে রাখা জরুরি, যাতে সে নিজেকে সকলের চোখে সুন্দর করে তুলতে পারে।

আসলে সবসময় খুব বেশি মেক-আপের প্রয়োজন হয় না। তবে Makeup-এর কিছু জিনিস বাড়িতে সবসময় দরকার হয়। কীভাবে একজন নববধূকে সুন্দর দেখাবে এবং তাকে যাতে সুন্দর দেখাতে পারেন সে সম্পর্কে সৌন্দর্য বিশেষজ্ঞ ভারতী তানেজা, নিম্নলিখিত টিপসগুলি শেয়ার করেছেন।

১. মেক-আপ করার আগে সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রথম ধাপ হচ্ছে, আপনার ত্বকের যত্ন নেওয়া। ত্বক সুস্থ থাকলে মেক-আপ আরও ভালো দেখাবে। মেক-আপের আগে ত্বককে ভালোভাবে প্রস্তুত করা জরুরি।

২. রাতে ঘুমানোর আগে যে-কোনও অবস্থাতেও মুখ পরিষ্কার করে তারপর ময়েশ্চারাইজিং ক্রিম বা পুষ্টিকর ক্রিম বা তেল লাগিয়ে ঘুমাতে হবে। যদি আপনার ত্বক খুব শুষ্ক হয় তবে আপনি ভালো পুষ্টিকর ক্রিম বা তেল প্রয়োগ করতে পারেন। আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত মনে হলে আপনি পুষ্টিকর ময়েশ্চারাইজারও প্রয়োগ করতে পারেন।

৩. সকালে Makeup লাগানোর আগে ত্বক প্রস্তুত করুন। এজন্য প্রথমে ত্বক পরিষ্কার করুন এবং তারপর তার ওপর টোনার স্প্রে করুন। টোনারটি সর্বদা একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন এবং এটি ফ্রিজে রাখুন। আপনি যখনই আপনার ত্বককে টোন করতে চান, এটি ফ্রিজ থেকে নিয়ে মুখে স্প্রে করুন। এবার এটি নিজেই শুকিয়ে যেতে দিন যাতে মুখটি ভালোভাবে টোন হয়। এরপর ময়েশ্চারাইজিং ক্রিম লাগান। এমন একটি ক্রিম নিন যাতে এসপিএফ অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে।

৪. আপনার মেক-আপ কিটে অবশ্যই এমন কিছু জিনিস থাকতে হবে যা আপনার সঙ্গে সবসময় থাকে। উদাহরণস্বরূপ, আপনি এতে গোল্ড অয়েল রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...