বিয়ের পর বাড়িতে থেকেই কীভাবে মেক-আপ করবেন, নতুন বিবাহিতার তা জেনে রাখা জরুরি, যাতে সে নিজেকে সকলের চোখে সুন্দর করে তুলতে পারে।

আসলে সবসময় খুব বেশি মেক-আপের প্রয়োজন হয় না। তবে Makeup-এর কিছু জিনিস বাড়িতে সবসময় দরকার হয়। কীভাবে একজন নববধূকে সুন্দর দেখাবে এবং তাকে যাতে সুন্দর দেখাতে পারে সে সম্পর্কে সৌন্দর্য বিশেষজ্ঞ ভারতী তানেজা, নিম্নলিখিত কিছু  এক্সট্রা টিপস শেয়ার করেছেন।

বাড়িতে দ্রুত মেক-আপের জন্য আরও কিছু টিপস এবং ট্রিকস

গাল হাইলাইট করতে ব্লাশার প্রয়োগ করুন। গাল থেকে কানের দিকে সরিয়ে এনে ব্লাশারটি প্রয়োগ করুন। এছাড়াও মনে রাখবেন যে, ব্লাশার এবং লিপস্টিকের শেডগুলি যেন একই রকম হয়।

চোখের মেক-আপ হাইলাইট করতে চাইলে ঠোঁটের মেক-আপ হালকা রাখুন অর্থাৎ গোলাপি, পিচের মতো হালকা শেডের লিপস্টিক লাগান। চোখের মেক-আপ হালকা রাখলে লাল, কমলা, মেরুনের মতো উজ্জ্বল রঙের লিপস্টিক লাগান।

আপনি যদি স্মোকি আই Makeup করতে চান তবে চোখের উপরের পাতায় গাঢ় ধূসর আইশ্যাডো প্রয়োগ করুন এবং এটি ভালো ভাবে মারজ করুন। আরও স্মোকি চেহারার জন্য, ধূসর আইশ্যাডোর উপরে কালো আইশ্যাডো প্রয়োগ করুন এবং উভয়কে ভালো ভাবে ব্লেনড করুন।

এই হেয়ার স্টাইলিং সরঞ্জামগুলি কাছাকাছি রাখুন

আমাদের সামগ্রিক চেহারার সৌন্দর্যের জন্য, পোশাক এবং গয়নার পাশাপাশি চুলের স্টাইলিং-ও খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে সাজানো চুল কনেকে আরও আকর্ষণীয় করে তোলে। চুলকে আলাদাভাবে স্টাইল করার জন্য অনেক ধরনের হেয়ার স্টাইলিং সরঞ্জামের প্রয়োজন হয়। চুল কোঁকড়ানো, সোজা করা বা ঢেউ খেলানো, যাই হোক না কেন, হেয়ার স্টাইলিং টুলস-এর সাহায্যে আপনি ঘরে বসে আপনার চুলকে আপনার পছন্দমতো স্টাইলিশ লুক দিতে পারেন।

হেয়ার স্ট্রেইটনার

হেয়ার স্ট্রেইটনারের সাহায্যে আপনি যেমন আপনার চুলকে স্ট্রেইট লুক দিতে পারেন, তেমনি ওয়েভ লুক-এর জন্যও এই টুল-টি খুবই সহায়ক। শুধু মনে রাখবেন যে ভেজা চুলে কখনওই এটি ব্যবহার করবেন না। চুলে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করার সময়, সবসময় এটি শক্ত করে ধরে রাখবেন। এটি আপনার চুল স্ট্রেইট করতে এবং তাদের একটি ন্যাচারাল ফিনিশ দিতে সহায়তা করবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...