পরিষ্কার, কোমল ও মোলায়েম ত্বক পাওয়ার ইচ্ছে সব মেয়েরই থাকে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নানা প্রচেষ্টা তারা করতে ছাড়েন না। বিয়ের আগে তনিমাও এটাই চেয়েছিল। কিন্তু এই সম্পর্কে বিস্তারিত না জেনেই ও ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য, বিকল্প হিসেবে হেয়ার রিমুভাল ক্রিম বেছে নিয়েছিল। কিন্তু যেহেতু এই সম্পর্কে ওর কোনও জ্ঞান ছিল না, তাই তনিমা হেয়ার রিমুভালের জন্য সঠিক টেকনিক এবং উপায় কোনওটাই বাছতে পারেনি। এর ফলে, ওর ত্বকের সৌন্দর্য বাড়ার বদলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
শুধু তনিমাই কেন, বহু মেয়েই এই ধরনের সমস্যার মুখোমুখি হন। সুতরাং আজ কিছু টেকনিক এবং সেই বিষয়ে অবগত করানোর প্রচেষ্টা করব যাতে সেই টেকনিকটির সম্পূর্ণ সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। বিয়ের আগে আপনার ত্বকও যাতে সুন্দর হয়ে ওঠে।
Hair Removal ক্রিম
হাত-পায়ের অবাঞ্ছিত রোম রিমুভ করতে হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের অপশন আপনি বেছে নিতে পারেন। এটি ব্যবহারের সুবিধা হল ব্যথাহীন এই টেকনিকটি আপনি বাড়ি বসেই করতে পারবেন। তাছাড়া গোড়া থেকে রোম তুলে ফেলতে পারবেন এবং কোমল, মোলায়েম এবং পরিষ্কার ত্বক পাবেন খুব অল্প সময়ের মধ্যে।
কিন্তু এর জন্য সঠিক ক্রিম বেছে নেওয়া খুব দরকার। ত্বকের ধরন বুঝে তবেই ক্রিম বাছা উচিত। প্রোডাক্ট-টিতে কী কী উপাদন ব্যবহার করা হয়েছে, প্রোডাক্টটি সম্পর্কে ক্রেতাদের কী রিভিউ ইত্যাদিও খেয়াল করা অত্যন্ত জরুরি। যা করা উচিত -
- ত্বক এবং রোম-এর ধরন পরখ করুন
- ক্রিম ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন
- ক্রিমের প্যাকের উপর দেওয়া শর্তাবলি মন দিয়ে পড়ুন
- এক্সপায়ারি ডেট চেক করুন
- সবসময় ভালো দোকান বা অনলাইন স্টোর থেকে নামি কোম্পানির প্রোডাক্ট কিনুন
- ব্যবহারের আগে ত্বক অবশ্যই পরিষ্কার করুন।
যা করবেন না।
- খুব হালকা ভাবে ত্বকে ক্রিম অ্যাপ্লাই করুন। খুব জোরে জোরে রগড়াবেন না
- প্রয়োজনের বেশি সময় ধরে ত্বকে ক্রিম লাগিয়ে রাখবেন না।
- Hair Removal ক্রিম লাগাবার সঙ্গে সঙ্গে ত্বকে জ্বালাভাব অনুভূত হলে বা লালচে ভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে ত্বক ধুয়ে ফেলুন
- এক্সপায়ারি হয়ে যাওয়া ক্রিম কখনওই ব্যবহার করবেন না।
- বারবার একই জায়গায় ক্রিম অ্যাপ্লাই করবেন না।
- অল্প সময়ের ব্যবধানে ক্রিম ব্যবহার করবেন না। অন্তত ২০-২৫ দিন ছেড়ে তবেই ব্যবহার করুন।
ওয়্যাক্সিং