সুন্দর ধনুকের মতো ভ্রূ-যুগল হোক, তা বোধহয় সব মেয়েই স্বপ্ন। কিন্তু প্রকৃতিগত ভাবে প্রত্যেকের Eyebrows -এর গঠন আলাদা। কারও সরু, কারও মোটা, কারও ভ্রূর রং গাঢ়, কারও আবার হালকা বাদামি বা ফিকে। আমাদের সৌন্দর্যের অনকটাই কিন্তু নির্ভর করে ভ্রূযুগলের গঠনের উপর। চোখ দুটিকে উজ্জ্বল দেখাতে সাহায্য করে ভ্রূ। কিন্তু দুর্ভাগ্যবশত সবার ভ্রূ মোটা ও টানা টানা আকৃতির হয় না। অনেকেই আবার থ্রেডিং করান বা প্লাকার-এর সাহায্যে ভ্রূয়ের রোম উত্পাটন করেন, যাতে একটা সুন্দর শেপ দেওয়া যায়। কিন্তু তাতে ক্রমশ ভ্রূ আরও পাতলা হতে থাকে।

এই পরিস্থিতিতে আপনাকে ভ্রূ দুটি মোটা ও ঘন করার জন্য কিছু বাড়তি পরিশ্রম করতে হবে। জেনে নিন উপায়, যা মেনে চললে কিছুদিনের মধ্যেই আপনার ভ্রূ-দুটি সুন্দর হয়ে উঠবে। Eyebrow thickening -এর টিপ্স জেনে নিন।

ভ্যাসলিন

ভ্যাসলিন শুধু আপনার আঁখিপল্লবগুলি চকচকে ও সুন্দর দেখাতে সাহায্য করে না, এর নিয়মিত ব্যবহারে আপনার ভ্রূ মোটা হয়ে উঠবে। ভ্যাসলিনের কাজই হল ত্বককে ময়েশ্চারাইজ করে হাইড্রেটেড রাখা।

ভ্যাসলিনে থাকে মিনারেল অয়েল, যার দ্বারা ত্বক পুষ্টি আহরণ করতে পারে। ভ্রূয়ের উপর ভ্যাসলিন লাগানো হলে, তা রোমকূপে ময়েশ্চার প্রদান করে, যার কারণে রোম কিছুদিনের মধ্যেই ঘন হয়ে ওঠে। আকারেও সুন্দর হয়।

ডিমের কুসুম লাগান

চুলের পুষ্টির জন্য যেমন ডিমের কুসুমের প্রোটিন অত্যন্ত সুফলদায়ী, একই ভাবে তা ভ্রূ ঘন করতেও কার্যকর। আমাদের শরীরে প্রোটিনের অভাবেই রোম এবং চুল ঝরে যায় ও ক্রমশ পাতলা হতে থাকে। ডিম এই সমস্যা নিবারণে সহায়ক ভমিকা নেয়। ডিমের কুসুমে থাকে বায়োটিন। এই প্রোটিনই ভ্রূয়ের গ্রোথ ও ময়েশ্চার দুই-ই প্রদান করে।

সপ্তাহে দুবার ডিমের কুসুমের পেস্ট আইব্রোর উপর লাগিয়ে আধঘন্টা রেখে তারপর ধুয়ে নিন। এই পদ্ধতি ২-৩ মাস করলেই দেখবেন আপনার ভ্রূ-যুগল ঘন আকার ধারণ করেছে।

অলিভ অয়েল

প্রাকৃতিক ভাবে আইব্রো ঘন করার কাজটি করে অলিভ অয়েল। এর ময়েশ্চারাইজিং গুণ, চুল বা রোম ঝরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। হেয়ার গ্রোথ হয় স্বাভাবিক কারণেই এবং

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...