প্রতিদিনের ত্বকের পরিচর্যায় Tomato ব্যবহারের নানা উপকারিতা রয়েছে। এটি শুধুমাত্র ত্বক উজ্জ্বল করাই নয়, একই সঙ্গে ত্বক সুস্থ, সুন্দর এবং মসৃণ রাখতেও সাহায্য করে। কী কী উপায়ে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারি তাই আজকে আমাদের আলোচ্য বিষয়।

টম্যাটো ও বেসন : ১টি পাকা Tomato, ১ কাপ টক দই, অর্ধেক চামচ মধু ও ২ টেবিল চামচ বেসন মিশিয়ে প্যাক তৈরি করে, মুখে অন্তত আধঘন্টা লাগিয়ে রাখুন। হালকা গরমজলে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা চলে যাবে।

টম্যাটো ও আলু : এটি ত্বকের ট্যান দূর করতে সাহায্য করবে। আলু গ্রেট করে জুস বার করে নিন। এটি টম্যাটোর জুসের সঙ্গে সমান পরিমাণে মিশিয়ে নিন। শরীরের যেসব জায়গায় ট্যান রয়েছে, মিশ্রণটি দিয়ে মাসাজ করুন। একটা লেয়ার শুকোলে অপরটি অ্যাপ্লাই করুন। এই ভাবে ৪-৫ বার লাগাবার পর পুরোপুরি শুকোতে দিন। ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

টম্যাটো ও হলুদের ফেসপ্যাক : ২ চা-চামচ চালের গুঁড়োর সঙ্গে অর্ধেক চা-চামচ হলুদগুঁড়ো মেশান। এর সঙ্গে টাটকা টম্যাটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি দিয়ে মুখে মাসাজ করুন। বিশেষ করে নাক এবং টি-জোনে যেখানে ব্ল্যাকহেডস সব থেকে বেশি হয়। ফেসপ্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে তুলে ফেলুন, ব্ল্যাকহেডস চলে যাবে।

টম্যাটো ও মধু : সমান পরিমাণে টম্যাটো জুস ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। তুলোর সাহায্যে সারা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। ত্বকের উজ্জ্বল ভাব ফিরে আসবে। তবে একটা বিষয়ে সাবধান থাকবেন, যদি মুখে ব্রণর সমস্যা থাকে তাহলে মধু ব্যবহার করবেন না। ব্রণর উপশমে এক টেবিল চামচ টক দই তুলোয় করে নিয়ে ব্রণর উপর লাগিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে সাহায্য করে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...