বর্ষাকালে লং ড্রাইভে বেরিয়ে পড়া, তেলেভাজা, পকোড়া খাওয়ার মজা, বৃষ্টিতে ভিজে হইহুল্লোড়ের আনন্দ নেওয়া— এসবই আমাদের ভালোলাগা, মন ছুঁয়ে যাওয়া বাসনা। এই আনন্দ অন্য কোনও সময় আর পাওয়া যায় না। এছাড়াও গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে উঠে বৃষ্টির স্নিগ্ধ ঠান্ডা আবহাওয়া প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মন এবং শরীরকেও ঠান্ডা করে।

কিন্তু এই বর্ষাকালেই নানারকম জলবাহিত অসুখবিসুখ থেকে যেমন আমাদের সাবধান থাকা দরকার, তেমনি এই মরশুমে ত্বকেরও নানা সমস্যা হয়ে থাকে— যার মধ্যে খুব কমন হল ত্বকের অ্যালার্জি(Skin problems)। সুতরাং ত্বকের সঠিক যত্ন যদি এসময় আমরা না করি, তাহলে সৌন্দর্য নষ্ট হওয়ার ভয় থাকবে।

এই সম্পর্কে আলোকপাত করলেন দিল্লির ‘এশিয়ান ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস'-এ কর্মরত ডার্মাটোলজিস্ট অমিত ওয়াংগা।

এইসময় ত্বকে কী কী অ্যালার্জির ভয় থাকে?

বর্ষার সময় ত্বকের অ্যালার্জি একটি বড়ো সমস্যা। এইসময় ত্বকের অনেক ধরনের সংক্রমণ হয়ে থাকে। কী ধরনের Skin problems, অ্যালার্জি হয় এবং এটি রোধ করার কী উপায় তাই আজকের আলোচ্য বিষয়।

এগজিমা

খুব বেশি ঘাম হলে, শরীরের তাপমাত্রা বাড়লে, ত্বকের প্রোটেক্টিভ লেয়ার ড্যামেজ হলে অথবা ত্বক আর্দ্রতা হারিয়ে ফেললে ত্বকে প্রদাহ, লাল ভাব, চুলকানি, ফুলে ওঠা বা ত্বকের উপরের পরত উঠতে থাকলে রক্ত বেরোনো ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

এই পরিস্থিতিতে ঘরোয়া চিকিৎসা অথবা পার্লারের সাহায্য না নিয়ে ডার্মাটোলজিস্ট দেখানো বাঞ্ছনীয়, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। এগজিমা-র কারণে অসম্ভব ব্যথা এবং চুলকানি সৌন্দর্যহানিও ঘটাতে পারে। বর্ষার মরশুমে সাধারণত ডাইশিদরোটিক এগজিমা হয়ে থাকে, যার ফলে ত্বকের ভিতর অনেকগুলি পরতের সৃষ্টি হয়, যেগুলো থেকে ধীরে ধীরে ত্বক পাপড়ির মতো উঠে আসতে থাকে।

কী কী টেস্ট করা প্রয়োজন: এগজিমা হয়েছে কিনা জানতে প্যাচ টেস্ট, অ্যালার্জি টেস্ট করা হয় এবং কিছু কিছু খাবার খেতে বারণ করা হয়, যাতে অ্যালার্জির সঠিক কারণ নির্ণয় করা যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...