মনসুনের আবহাওয়া গরমের পর যেমন দেয় আরামের প্রলেপ, তেমনি বাতাসে আর্দ্রতার কারণে ব্যাক্টেরিয়া জন্মাবার জন্য অনুকূল পরিবেশও তৈরি করে। ফলে বিশেষ করে এই মরশুমে ত্বকের খেয়াল রেখে ত্বককে হাইড্রেটেড রাখা একান্ত জরুরি। এতে মরশুমের আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গে আপনার ত্বকও থাকবে পরিষ্কার, মসৃণ এবং ময়েশ্চারাইজড। এর জন্য নানারকম বিউটি প্রোডাক্ট লাগাবার কোনও দরকার নেই বরং বায়োডার্মার সেন্সিবায়ো জেল moussant ব্যবহার করুন। এটি আপনার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করবে।

বিশেষ যত্নের প্রয়োজন: চ্যাটচেটে এবং আর্দ্র মরশুমে, অ্যাকনে ও ফাংগাল সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এই সময় যদি আমরা ত্বকের যত্ন না নিই বা সঠিক জ্ঞানের অভাবে ভালো ক্লিনজার ব্যবহার না করি তাহলে আমাদের ত্বকের ময়লা দূর হবে না। এরকম পরিস্থিতিতে সেন্সিবায়ো জেল moussant ব্যবহার করা বাঞ্ছনীয় ত্বককে ন্যাচারালি আর্দ্র রাখার সঙ্গে পরিষ্কারও রাখতে। আর্দ্রতাপূর্ণ মরশুমে ব্যাক্টেরিয়া এবং অ্যালার্জি বেশি হয়। যার ফলে ত্বকের পোরস আটকে গিয়ে অ্যাকনে এবং ব্রেকআউটস বৃদ্ধি পায়। কিন্তু ভালো ক্লিনজার ত্বকের সুরক্ষা প্রদান করে। ত্বককে পরিষ্কার রেখে প্রোটেক্ট করারও কাজ করে।

কীভাবে কাজ করে: বাজারে বহু ধরনের ক্লিনজার রয়েছে যেগুলি মনসুনে ত্বকের সঠিক যত্ন নেওয়ার দাবি করে। কিন্তু ভাবনাচিন্তা না করেই আপনি যখন এরকম প্রোডাক্টস কেনেন বা কাউকে দেখে এতে থাকা উপাদানগুলি চেক না করেই নিজের ত্বকে লাগান, তখন অধিকাংশ প্রোডাক্টে কেমিক্যালস বেশি থাকার কারণে এগুলি আপনার ত্বকের স্বাভাবিক ময়েশ্চার শুষে নেয়। এর কারণে মনসুনে অ্যাকনের সমস্যাও বেড়ে যায়। সেন্সিবায়োর প্রোডাক্ট ভালো কারণ এটি সেন্সিটিভ ত্বকের কথা ভেবেই বানানো হয়েছে। সেইসঙ্গে এতে আছে কোকো গ্লুকোসাইড এবং গ্লিসারিল আওলেট-এর মতো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা উপাদান, যা ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের ময়েশ্চারাইজিং প্রপার্টি রেস্টোর করার কাজ করে।

অ্যামিনো অ্যাসিড বেসড ক্লিনজার: স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য অ্যামিনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটিকে বিল্ডিং ব্লকস বলা হয় কারণ আমাদের শরীরে হওয়া প্রতিটি প্রসেসে এর গুরুত্ব অসীম। যদি সঠিক মাত্রায় ব্যবহার করা হয় তাহলে এটি সুস্থ ত্বকের নির্মাণ, যত্ন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সঠিক প্রকারের প্রোটিন সৃষ্টি করতে পারে। এই ক্লিনজার-টিতে অ্যামিনো অ্যাসিড আছে যা একে অন্যান্য ক্লিনজার-এর তুলনায় বিশেষ ক্লিনজারের পরিচিতি দিয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...