সব ঋতুর মতো শীতেরও একটা রূপ-রুটিন আছে. যেটি মেনে চললে শীতেও আপনার সৌন্দর্য অমলিন থাকবে৷সেই রুটিনের অন্তর্গত ত্বকচর্চা ও  জীবনশৈলীর নানা খুঁটিনাটি৷ চলুন দেখে নেওয়া যাক কী ভাবে শীতে নিজের যত্ন নেবেন৷রইল Winter Skin Care Tips৷

স্কিন কেয়ার

এই ঋতুতে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, অ্যালকোহল বেস ওয়াইপস্ বা কোলন-যুক্ত ওয়াইপস্-এর ব্যবহার এড়িয়ে চলুন। অতিরিক্ত ঠান্ডা জায়গায় বেড়াতে যাওয়া অ্যাভয়েড করুন, এর ফলে ত্বক ও চুল অতিরিক্ত শুষ্ক হতে পারে। এক্সট্রা ড্রাই স্কিন যাদের, তারা তেল মাসাজ করুন স্নানের আগে এবং ময়েশ্চারাইজার লাগান স্নানের পর। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন লাগান। অ্যালোভেরা ও আমন্ড অয়েল মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে ব্যবহার করুন।

মাসাজ করুন

এক্সপার্টদের মতে, শীতে ত্বকের উপর একটি প্রোটেকটিভ লেয়ার তৈরি করে রাখা প্রয়োজন। এটা ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হতে দেয় না। বডি অয়েল ঠিক মতো মাসাজ করা হলে ত্বক কোমল থাকে। নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড তেল, জোজোবা তেল, তিল তেল, অ্যাভাকাডো অয়েল, অ্যালোভেরা অয়েল— সবই ত্বকের পক্ষে ভালো। সঙ্গে দরকার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বিশেষ করে আর্থরাইটিস রোগীদের জন্য।

ত্বকের আর্দ্রতা আবশ্যক

শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। তবে এমন নয় যে শীতের পর ত্বকে আর ময়েশ্চারাইজ করার দরকার নেই। এর জন্য এখন বাজারে একাধিক নামী-দামী পণ্য পাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক উপাদান আপনাকে যে উজ্জ্বলতা ও সৌন্দর্য প্রদান করবে, তা বাজারে উপলব্ধ পণ্যগুলি দিতে পারবে না। উপরন্ত এই ময়েশ্চারাইজারগুলি ত্বকের ওপর একটা প্রভাব ফেলে যায়। এর বদলে আপনি এমন কিছু প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদান ব্যবহার করতে পারেন যা ত্বকে ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। আপনি বডি অয়েল ব্যবহার করতে পারেন। কিছু তেল শরীর গরম করে। গায়ে সরষের তেল বা তিল তেল মাসাজ করুন।আরও দুটি উপকারী তেল হল অলিভ এবং জোজোবা অয়েল৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...