সূর্যবংশী, বেল বটম এবং আটরঙ্গি রে-এর মতো ছবি যখন মুক্তি পাওয়ার মুখে, ঠিক সেই সময়ই হইহই করে শুরু হয়ে গেল অক্ষয় কুমারের নতুন ছবি ‘রামসেতু’-র শুটিং৷গত নভেম্বরেই অক্ষয় কুমার জানিয়েছিলেন, ২০২১-এর দীপাবলি উজ্জ্বল হবে শ্রীরামের মহিমায়। পরিচালক অভিষেক শর্মার ‘রামসেতু’ ছবির মাধ্যমে।

বস্তুত ২০২০-র ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন অক্ষয়। শোনা গিয়েছিল সেই মিটিংয়ের পর অযোধ্যা ভূমিতেই ছবির মহরত করবেন নায়ক৷ বলিউড সূত্রে খবর, কথা রাখতে সেই ছবির শ্যুটিং শুরু করেছেন এপ্রিল মাস পড়তেই। যোগীর রাজ্য অযোধ্যায় শুভ মুহুরত সম্পন্ন হয়েছে। রাম-সীতার পুজো দিয়ে সম্প্রতি শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার। জোর কদমে শুটিং চলছে মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে।আর সেই শুটিং ফ্লোর থেকেই শেয়ার করলেন তাঁর ‘রামসেতু’ ছবির লুক।

বহু প্রতীক্ষার পর এই সিনেমার কাজ শুরু করতে পেরে যথেষ্টই উচ্ছ্বসিত অক্ষয়। সেটারই ইঙ্গিত মিলেছে তাঁর লুক শেয়ার করার পোস্টে। ছবিতে  তাঁকে দেখা যাবে এক আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতত্ত্ববিদের ভূমিকায়।  সূত্রের খবর, দেশ-বিদেশের নানা প্রত্নতত্ত্ববিদের থেকে অনুপ্রাণিত হয়েই ছবিতে অক্ষয়ের লুক চূড়ান্ত করা হয়েছে। নিজের লুক সকলের সঙ্গে শেয়ার করে সোশ্যাল পেজে অক্ষয় লিখেছেন, "অন্যতম একটি বিশেষ ছবি নির্মাণের যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। 'রাম সেতু'-র শ্যুটিং শুরু!চোখে চশমা। চুলের দৈর্ঘ্য বেশ খানিকটা বড়ো। মেধাবী দৃষ্টি। যেন গভীর চিন্তায় মগ্ন। গলায় নীল ওড়না, পরনে ছাইরঙা শার্ট।এই লুকেই অনুরাগীদের সামনে আসতে চলেছেন ভারতের এই জনপ্রিয় নায়ক৷

এই ছবিটি ঘোষণার পর থেকেই শোরগোল শুরু হয়েছিল।সকলেই জানেন যে, মোদীভক্ত আর বিজেপি ঘেঁষা অভিনেতা হিসেবে তকমা লেগেছে অক্ষয়ের গায়ে৷ ‘রামসেতু’র প্রচারের জন্য তিনি এও বলেছেন যে, রামের আদর্শকে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে এবং আগামী প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটা সেতু নির্মাণ করা হোক। একটি বিরাট কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। আমাদের ছোট্ট  প্রচেষ্টার নাম, ‘রাম সেতু’!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...