রণবীর কপূর এখন করোনামুক্ত৷পরিবারের তরফে তাঁর সুস্থ হওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করেছেন রণধীর কাপুর।রণবীর করোনায় আক্রন্ত হওয়ার পর থকেই নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।তবে করোনা থেকে মুক্ত হলেও রণবীর এখনই কোন কাজে অংশ নেবেন না। কিছুদিন বিশ্রামে থেকে তারপর কাজে অংশ নেবেন বলে জানা গেছে৷

আর এখানেই বেধেছে সমস্যা৷ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে রণবীর তাঁর আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তির তারিখ ঘোষনা করবেন বলে স্থির হয়েছিল৷ এই বিষয়ক একটি প্রোমো ভিডিয়ো শুট করার কথা ছিল তাঁর অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে৷কিন্তু তাঁর অসুস্থতার জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে সেই শুট৷ উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র ছবিটি একটি পৌরাণিক গল্পের অবলম্বনে তৈরি।

এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্ট,মৌনি রায় ও নাগার্জুনা। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।এতদিন রণবীরকে যে 'পাশের বাড়ির ছেলে' ইমেজে বেশি চিনেছেন দর্শকরা, এবার তাঁর আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে তাঁকে দেখা যাবে এক্কেবারে আলাদা লুক -এ।বুলগেরিয়া থেকে বেনারস বহু লোকেশন-এ শুটিং হয়েছে এ ছবির৷ দর্শকদের মনে তাই এ ছবি দেখার আগ্রহ প্রবল৷

'ব্রহ্মাস্ত্র'তে রণবীর এক সুপার হিরো-র ভূমিকায় থাকছেন। সেখানে তাঁকে বেশ কিছু শারীরিক কসরতের প্রশিক্ষণ নিতে হয়েছে। শরীরকে এক্কেবারে ছিপছিপে করে ফেলার জন্য তিনি ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হয়েছিল। উল্লেখ্য, এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক এর জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন রণবীর।  সেই ওজন ঝেড়ে ফেলার জন্যই খাদ্যতালিকায় পরিবর্তন এনেছিলেন তিনি৷

'ব্রহ্মাস্ত্র' ছবিটির রিলিজ ডেট নিয়ে বারবার বাধা আসছে৷ আদতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের আগসেট মাসে, পরে যেটি কোভিডের কারণে পিছিয়ে হয় ডিসেম্বর৷কিন্তু নানা কারণে ডিসেম্বরেও মুক্তি পায়নি এই ছবি৷ এবার তাই বেশ সাড়ম্বরে নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করতে ভিডিয়ো শুটের পরিকল্পনা করেছিল প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস এবং ফক্স স্টার স্টুডিয়ো৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...