শারদোৎসব আসন্ন। আর এই মহা উৎসবের প্রাক্কালে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাগা মিউজিক তাদের নতুন ভিডিও অ্যালবাম 'জয় মা দুর্গা দুর্গতিনাশিনী' প্রকাশ করলো আনুষ্ঠানিক ভাবে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে, 'Raga Music'- এর কর্ণধার প্রেম কুমার গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী অমিত বন্ধু ঘোষ, বিধায়ক তাপস রায়, সমাজসেবী প্রশান্ত প্রামাণিক, ধৃতি রঞ্জন পাহাড়ি এবং আরও অনেকে।

এই অ্যালবামের গানে  সুরারোপ করেছেন এবং গেয়েছেন অমিত বন্ধু ঘোষ।

মিউজিক অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে শিল্পী অমিত বন্ধু ঘোষ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শারদীয়ার যে সব অ্যালবাম বেরোচ্ছে, সেই অ্যালবামগুলোর থেকে এটা অনেকটাই আলাদা। আগে শারদীয়া অ্যালবাম মানে শুধু গানের ক্যাসেট বা সিডি বেরোত কিন্তু এখন অডিয়ো সিডির পাশাপাশি ইউটিউবেও মিউজিক ভিডিয়ো অ্যালবাম আপলোড করা হচ্ছে।

Music launch event
Singer Amit Bondhu Ghosh with MLA Tapas Roy at Kolkata Press Club

তবে এই প্রবীন শিল্পী বর্তমানের কিছু আধুনিক গান নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে বলেন যে, 'এখন গানের জগতেও দলবাজি চলছে। একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে।তারজন্য অনেক ভালো শিল্পীও নতুন গান গাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।অনেক নতুন শিল্পীও রয়েছেন, যারা খুব ভালো গান করেন কিন্তু এই গোষ্ঠীর ফলে তারাও ঠিকমতো সুযোগ পাচ্ছেন না।'

প্রসঙ্গত তিনি আরও জানান, 'বিভিন্ন রিয়েলিটি শোতে পুরনো গানের মাধ্যমেই শিল্পীরা পুরস্কৃত হচ্ছেন। আমার মতে, পুরোনো গান-ই যদি অর্থ, যশ দেয়, তাহলে পুরনো ধারার গানের উপরই ভরসা রাখা উচিত এবং মর্যাদা দেওয়া উচিত।'

Music launch

এই মিউজিক অ্যালবামের গানটি লিখেছেন দেব প্রসাদ চক্রবর্তী, সঙ্গীত ব্যবস্থাপনায় ছিলেন অরুণাভ দেব, ভিডিয়ো পরিচালনায় পাখি এবং গানটি রেকর্ডিং হয়েছে স্টুডিয়ো ওয়ার্ল্ডে।

এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মৃত্যুঞ্জয় রায়। পুরো অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...