বিগত বছরে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে যে-সব বাঙালিরা জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁদের অনেককে এক মঞ্চে সম্মান জানালেন অভিনেত্রী সংগীতা সিনহা।

কলকাতা-র আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘বাংলার জাতীয় গর্ব’। সংগীতা যে প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং এমডি, সেই ‘অ্যাঞ্জেল ক্রিয়েশনস’-এর ব্যানারে আয়োজন করা হয়েছিল ‘বাংলার জাতীয় গর্ব’ শীর্ষক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি।

অভিনেতা, পরিচালক, সুরকার, কণ্ঠশিল্পী, শিল্প-নির্দেশক প্রমুখ যাঁরা জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁদেরকেই মূলত পুরস্কৃত করা হল এই অনুষ্ঠানে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরি, অশোক বিশ্বনাথন, রামকমল মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা মাইতি, রাজদীপ পাল, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, শ্রীলেখা মুখোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী, শিল্প-নির্দেশক ইন্দ্রনীল ঘোষ প্রমুখের হাতে মেমেন্টো তুলে দেওয়া হয় মহা-সমারোহে। তবে এঁরা ছাড়াও শুভ্রজিৎ মিত্র-সহ আরও অনেকেই ছিলেন পুরস্কার প্রাপকদের তালিকায়। মোট ৩৫জনকে পুরস্কৃত করা হয় ‘বাংলার জাতীয় গর্ব’ শীর্ষক এই অনুষ্ঠানে।

প্রিয়া সিনেমা হল-এর কর্ণধার অরিজিৎ দত্ত, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, ডা. বিডি মুখোপাধ্যায়, যশ, অভিনেত্রী নূসরত জাহান, নৃত্যশিল্পী অলকানন্দা রায় প্রমুখের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় কৃতিদের হাতে। আর এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপক, পুরস্কার প্রদানকারীরা ছাড়াও, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগত এবং রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এই তালিকায় ছিলেন মেয়র পারিষদ এবং বিধায়ক দেবাশিস কুমার, পরিচালক অনিন্দ্য সরকার, অভিনেতা জিতু কমল, ইন্দ্রজিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী সোনালী চৌধুরি, পাপিয়া অধিকারী, তনুশ্রী চক্রবর্তী, পল্লবী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার প্রমুখ।

‘বাংলার জাতীয় গর্ব’ শীর্ষক এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত-র ‘সৃষ্টি’ ডান্স ট্রুপ-এর নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরজে কৌশিক ভট্টাচার্য এবং মধুমন্তী মৈত্র। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন সৌম্যজিৎ দাস। উল্লেখ্য, ‘বাংলার জাতীয় গর্ব’ অনুষ্ঠিত হওয়ার কিছুদিন আগে সাউথ সিটি মলের স্ক্যাপইয়ার্ড রেস্তোরাঁয় এই অভিনব উদ্যোগের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন অভিনেত্রী এবং ‘অ্যাঞ্জেল ক্রিয়েশনস’-এর ফাউন্ডার ও এমডি সংগীতা সিনহা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...