'মাঙ্কি ম্যান' নামক একটি ছবির সূত্রেই এবার হলিউডে পদার্পণ করতে চলেছেন অনুপম খেরের পুত্র সিকন্দর খের।Monkey man ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন 'স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত হলিউড অভিনেতা দেব প্যাটেল৷ ছবিতে পরিচালনা ছাড়াও অভিনয়ও করছেন Dev Patel।এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর হলিউড ডেবিউ করতে চলেছেন Sikandar Kher। ইতিমধ্যেই Netflix এই ছবির স্বত্ব কিনে রেখেছে।

সিকন্দরের সুঅভিনেতা হিসাবে বেশ নামডাক আছে বলিউডে।এদিকে হলিউডে বেশ জনপ্রিয় তাঁর বাবা, অভিনেতা অনুপম খেরও৷ মা কিরণ খের,সুখ্যাত অভিনেত্রী,বর্তমানে কর্কট রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন৷ কিন্তু তাঁর অভিনয়-গুণের অনেকটাই বহন করছেন সিকন্দর৷হলিউডের সঙ্গে অনুপমের যোগাযোগ বেশ পুরোনো হলেও সিকন্দরের ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রথম।

একদিকে যেমন এই ছবির সূত্রেই হলিউডে হাতেখড়ির বিষয়টি নিয়ে উত্তেজিত সিকন্দর, অন্যদিকে এই মাঙ্কি ম্যান ছবির মধ্যে দিয়েই পরিচালক হিসেবে অভিষেক ঘটতে চলেছে বলে উচ্ছসিত দেব পটেলও।‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে অভিনেতার ভূমিকায় তাকে দেখে অনেকেই খুব প্রসংশা করেছিলেন এই অভিনেতার।স্বাভাবিক ভাবেই নির্দেশক হিসাবেও তাঁর থেকে ভালো একটি ছবি পাওয়ার আসা রাখছেন সিনে লাভার-রা৷

এই খবর প্রকাশ পাওয়ার পর সিকন্দরের প্রতিক্রিয়া কী জানতে চাইলে, সিকন্দর  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির প্রয়াত কাস্টিং ডিরেক্টর শেহের লতিফ না থাকলে তাঁর এই স্বপ্ন অধরাই থেকে যেত। বর্তমানে শেহের আর জীবিত নেই। জুন মাসে কিডনির সমস্যা ও আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। কিন্তু সিকন্দর তাঁকে আজও ভোলেননি কারণ এই শেহেরই তাঁকে বেছে নিয়েছিলেন এই ছবিটির চরিত্র হিসাবে।পাঁচ মাস আগে অডিশন দেওয়াকালীন যেভাবে শেহের সাহায্য করেছিলেন ও ভরসা যুগিয়েছিলেন- তার ফলেই আজ একটি উজ্জ্বল কেরিয়ার তৈরির সুযোগ পেলেন সিকন্দর৷

সবসময় পাশে থাকার জন্য বাবা Anupam Kher-কেও কৃতজ্ঞতা জনাতে ভোলেননি পুত্র।চরম অসুস্থ Kiran Kher, এখন বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে৷ ছেলের এই সাফল্য তাকেও পুনরুজ্জীবিত করেছে নিশ্চিত৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...