করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি ঢাকুরিয়ার এক বেসকারি হাসপাতালে প্রয়াত হয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মা অদিতি সিং।মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭।গায়কের মা করোনা আক্রান্ত হওয়ার পর মাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনে নিয়ে আসেন গায়ক। সঙ্গে ছিলে তাঁর স্ত্রী কোয়েলও। পরে কলকাতায় নিয়ে আসেন তিনি। একমো ভেন্টিলেশনে থাকাকালীন তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপরই শরীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রয়োজন ছিল 'ও' নেগেটিভ রক্তের।বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া ছিল চ্যালেঞ্জিং।তবে কয়েকজনের সহায়তায় রক্ত মেলে। অদিতি দেবীর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলেও, অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। গায়কের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
মায়ের অকাল প্রয়াণে অরিজিত, চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের বিপন্নতার কথাটা অনুভব করেছেন৷ মাতৃবিয়োগের শোকের মাঝেই তাই এগিয়ে দিলেন সাহায্যের হাত! এই করোনা আবহে মুর্শিদাবাদের মানুষের কাছে রীতিমতো দেবদূত হয়ে উঠেছেন ভূমিপুত্র অরিজিৎ সিং। অতিমারিতে যখন বিধ্বস্ত জনজীবন,হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাবে হাহাকার-- তার মাঝেই নিঃশব্দে অতিমারি মোকাবিলা করতে মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন অরিজিৎ সিং।
দিন কয়েক আগেই মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছিলেন, যেগুলি পৌঁছে গিয়েছে সরকারি হাসপাতালে। এবার কোভিড সামলাতে এবং গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য, আরও এক অভিনব উদ্যোগ নিলেন গায়ক।
অরিজিৎ সিং একটি অনলাইন লাইভ কনসার্টের আয়োজন করেছেন।গায়ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৬জুন অর্থাৎ কাল রাত ৮টায় অরিজিতের ফেসবুক পেজে দেখতে পাবেন এই কনসার্ট। সেই কনসার্ট থেকে যত টাকা উঠবে, সংগৃহীত অর্থের সবটাই দেওয়া হবে গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে। এই প্রসঙ্গে অরিজিতের বক্তব্য, করোনা আবহে যখন গোটা দেশে বিপর্যস্ত, তখন গ্রামের হাসপাতালগুলির তো আরও শোচনীয় অবস্থা। সেখানে উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো নেই, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা যথাযথ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। আর সেই ভাবনা থেকেই এই অনলাইন কনসার্ট। এই অনুষ্ঠান থেকে যে-টাকা উঠবে, তা থেকে এমআরআই, সিটি স্ক্যান করার মতো বিভিন্ন প্রয়োজনীয় মেশিনপত্র কিনে দান করবেন তিনি। তাই সাধ্যমতো অনুরাগীদেরও পাশে থাকার আর্জি জানিয়েছেন অরিজিৎ।